নাভীনকে লাগাতার ট্রোলিংয়ের জেরে ‘ম্যাঙ্গো’, ‘আম’ শব্দগুলিকে মিউট করতে বাধ্য হল এলএসজির টুইটার হ্যান্ডেল
চার উইকেট নেওয়ার পরেও নাভীন-উল-হক তাঁর দলকে জেতাতে পারেননি
আপডেট করা - May 25, 2023 11:07 am

২৪শে মে, বুধবার, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-কে ধ্বংস করে দিয়ে ৮১ রানে জিতেছে। এই জয়ের ফলে কোয়ালিফায়ার ২-এ পৌঁছে গেছে এমআই এবং গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২৬শে মে আহমেদাবাদে প্রতিদ্বন্দ্বিতা করবে। এদিকে ক্রূণাল পান্ডিয়ার নেতৃত্বাধীন দল টুর্নামেন্ট থেকে বাদ পড়ার সঙ্গে সঙ্গেই পেসার নাভীন-উল-হককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হয়ে গেছে।
এর আগে, লখনউয়ে এলএসজি বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে নাভীন ও বিরাট কোহলির মধ্যে বিবাদ হয়েছিল। এরপরে আফগান পেসার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হার উদযাপন করেছিলেন টেলিভিশন স্ক্রিনের সামনে আমের ছবি শেয়ার করে। তিনি ক্যাপশন দিয়েছিলেন আমগুলি খুবই মিষ্টি। এরপরেই আমকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিম ছড়িয়ে পড়েছিল।
এলএসজি টুর্নামেন্ট থেকে বাদ যেতেই নাভীনকে কেন্দ্র করে প্রচুর ক্রিকেটপ্রেমী আম সম্পর্কিত টুইট পোস্ট করেছেন। এর ফলে অবশেষে এলএসজি টুইটারে ‘আম’, ‘সুইট’ এবং ‘ম্যাঙ্গো’-এর মতো শব্দগুলিকে মিউট করেছে। ফ্র্যাঞ্চাইজির টুইটার হ্যান্ডেল একটি স্ক্রিনশট শেয়ার করেছে যেখানে তাদের দ্বারা মিউট করা শব্দগুলির তালিকা রয়েছে। এলএসজি সেই টুইটে ক্যাপশন দিয়েছে, ‘আমাদের স্বার্থে জারি করা হয়েছে।’
https://twitter.com/LucknowIPL/status/1661447484550402068
রাজস্থান রয়্যালসও যোগ দিয়েছে
প্লে-অফে পৌঁছতে না পারলেও, এই ঘটনাকে কেন্দ্র করে রসিকতা করতে ছাড়েনি রাজস্থান রয়্যালস। সুপার জায়ান্টস ও নাভীনকে পরোক্ষভাবে খোঁচা দিয়ে ফ্র্যাঞ্চাইজি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আকাশ মাধওয়ালের বোলিং পরিসংখ্যানের একটি স্ন্যাপশট শেয়ার করার সময়ে উইকেটের সংখ্যা বোঝানোর জন্য ম্যাঙ্গো ইমোটিকন ব্যবহার করেছে।
উল্লেখ্য এমআই পেসার মাধওয়াল ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন এবং আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এলিমিনেটরে পাঁচ উইকেট নিয়েছেন। তাঁর পারফর্ম্যান্সের প্রশংসা করে রয়্যালস তাঁর উইকেটের চিহ্নটিকে আমে পরিবর্তন করার কারণে তা তৎক্ষণাৎ ভাইরাল হয়ে যায়।
— Rajasthan Royals (@rajasthanroyals) May 24, 2023
এদিকে, কোয়ালিফায়ার ২-এর আগে, মাধওয়ালের পারফর্ম্যান্স এমআইয়ের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে। এইয়ে।পেসার এখনও পর্যন্ত প্রতিযোগিতায় সাত ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। নগদ সমৃদ্ধ লিগের ইতিহাসে যৌথ-সবচেয়ে কৃপণ স্পেল বোলিং করার জন্য তিনি ইতিহাসের পাতাতেও জায়গা করে নিয়েছেন।