আইপিএল ২০২৪-এ পঞ্জাব কিংস স্কোয়াডের শক্তি থেকে দুর্বলতা

Punjab Kings
Punjab Kings. (Photo Source: IPL)

আইপিএলের নিলামের মঞ্চে এবার  চমক দিয়েছে পঞ্জাব কিংসও। নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে পাল্লা দিয়ে দল তৈরি করেছে পঞ্জাব কিংস। এবারের আইপিএলে ভারতীয় ক্রিকেংটার হিসাবে সর্বোচ্চ দাম পেয়েছিলেন হর্ষল পটেল। তাঁকেই দলে তুলে নিয়েছিল পঞ্জাব কিংস। শুধু মাত্র তাঁকে একাই নয়, আইপিএলের মিনি নিলাম তেকে ক্রিস ওকস ও রাইলি রসোর মতো তারকা ক্রিকেটারকেও দলে তুলে নিয়েছে পঞ্জাব কিংস। এবারের আইপিএলে নামার আগে পঞ্জাব কিংস যে অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে তা বলাই বাহল্য।

গতবারও শিখর ধওয়ানের নেতৃত্বে নেমেছিল পঞ্জাব কিংস। এবারও সেই শিখর ধওয়ানই তাদের অধিনায়ক। শেষবার অবশ্য গ্রুপ পর্বের গন্ডী টপকাতে ব্যর্থ হয়েছিল পঞ্জাব কিংস। সেই পরিস্থিতি কাটিয়ে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে পঞ্জাব কিংস বাহিনী। এখনও পর্যন্ত মাত্র কবারই ফাইনালে পৌঁছেছিল তারা। জয়ের খরা কাটিয়ে এবার নতুন করে নিজেদের প্রমাণ করার লক্ষ্যেই রয়েছে প্রীতি জিন্তার প়ঞ্জাবের কিংসরা।  তার আগেই দেখে নেওয়া যাক পঞ্জাব কিংসের শক্তি থেকে দুর্বলতা।

শক্তি

এবারের আইপিএলের মঞ্চে পঞ্জাব কিংসের শক্তিশালী জায়গা অনেকগুলোই রয়েছে। বিশেষ করে তাদের ব্যাটিং লাইনআপটাই সবচেয়ে বেশী শক্তিশালী এবার আইপিএলের মঞ্চে। শিখর ধওয়ান, জনি বেয়ারস্টো, রাইলি রসো, স্যামন কারাণদের মতো তারকা ক্রিকেটাররা রয়েছে তাদের দলে। সেইসঙ্গে তাদের দলেই রয়েছেন পাওয়ার হিটার লিয়াম লিভিংস্টোন এবং জীতেশ শর্মারা। ম্যাচ ফিনিশার হিসাবে এই দুই তারকা ক্রিকেটারের যেকোনও পরিস্থিতি থেকে ম্যাচের মোর ঘুরিয়ে দেওয়ার দক্ষতা রয়েছে।আইপিএলের মঞ্চে পঞ্জাব কিংসের ব্যাটিং লাইনআপ যে অন্যতম শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না।

দুর্বলতা

আইপিএলের মঞ্চে পঞ্জাব কিংসের সবচেয়ে দুর্বল জায়গা যেটা হতে পারে তা হল একমাত্র তাদের স্পিন বোলিং লাইনআপের জায়গায়। কারণ সেখানেই তেমন কোনও বড় নাম নেই।  হরপ্রীত ব্রার ও রাহুল শর্মা রয়েছে পঞ্জাব কিংসের স্পিনার হিসাবে। কিন্তু সেভাবে এই দুই বোলার নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেননি। শেষ মরসুমে এই দুই স্পিনার মিলিয়ে মাত্র ১৭টি উইকেট তুলতে পেরেছিলেন। সেখানেই ৮টি উইকেট তুলেছিলেন রাহুল শর্মা এবং হরপ্রীত ব্রারের সংগ্রহে এসেছিল ৯টি উইকেট।

সুযোগ

জনি বেয়ারস্টোর প্রত্যাবর্তনটা পঞ্জাব কিংসকে বাড়তি অক্সিজেন যোগাতে পারে। সেইসঙ্গে শিখর ধওয়ানের ফর্মে থাকাটাও কিন্তু পঞ্জাব কিংসের কাছে একটা বড়সড় সুযোগ। যদিও শেষপর্যন্ত তারা এবারের আইপিএলের মঞ্চে ভাল পারফরম্যান্স দেখাতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে। এছাড়া ক্রিস ওকস, রাইলি রসোদের মতো তারকা ক্রিকেটাররাও ম্যাচের মোর ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।

চিন্তার কারণ

পঞ্জাব কিংস শিবিরে রয়েছে ব্রিটিশ ক্রিকেটারদের আধিক্য। জনি বেসারস্টো, স্যাম কারাণ এবং লিয়াম লিভিংস্টোনের মতো ক্রিকেটাররা রয়েছেন। তারা কিন্তু ভারতীয় পরিবেশে সেভাবে সফল হতে পারেননি। এবারের বিশ্বকাপেও বেশ সমস্যায় পড়তে দেখা গিয়েছিল এই তারকা ক্রিকেটারদের।