আইপিএল ২০২৩: কোন দলের বিরুদ্ধে কবে ম্যাচ কেকেআরের, এখানে রইল বিস্তারিত সময় সূচী

১লা এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অভিযান শুরু করবে কেকেআর

Kolkata Knight Riders
Kolkata Knight Riders. (Photo Source: IPL/BCCI)

আইপিএল ২০২২ মরসুমে ১৪টি লিগ ম্যাচে মাত্র ছয়টি জেতার পরে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বারো পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শেষ করেছিল। এরপরে স্কোয়াড শক্তিশালী করার লক্ষে দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। অ্যারন ফিঞ্চ, চামিকা কারুণারাত্নে, মহম্মদ নবির মতো বিদেশীদের ছেড়ে দেওয়া হয়েছে এবং প্যাট কামিন্স, স্যাম বিলিংস আইপিএল ২০২৩-এ অংশ নিতে চাননি।

ট্রেডিংয়ের মাধ্যমে লকি ফার্গুসন ও রহমানউল্লাহ্‌ গুরবাজকে নেওয়ার পাশাপাশি মিনি-নিলামে লিটন দাস, ডেভিড ভিসা, শাকিব আল হাসানদের কিনে স্কোয়াডকে বলিষ্ঠ করতে চেয়ে নাইট ম্যানেজমেন্ট। এ ছাড়া ভারতীয় ক্রিকেটারদের মধ্যে নেওয়া হয়েছে মনদীপ সিং, বৈভব আরোরা, কুলওয়ান্ত খেজরোলিয়ার মতো খেলোয়াড়দের, যাঁরা আগেই আইপিএলে বিভিন্ন দলের প্রতিনিধিত্ব করেছেন।

তবে লিগ শুরু হওয়ার কয়েক দিন আগে জোরালো ধাক্কা খেয়েছিল কেকেআর যখন তাদের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার পিঠে চোট পান এবং চিকিৎসকদের পরামর্শে এখন বিশ্রাম নিচ্ছেন। আইপিএলের প্রথমার্ধে তাঁর খেলার সম্ভাবনা একেবারেই নেই। সেই কারণে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন নীতীশ রানা। শ্রেয়াস যদি আসন্ন আইপিএলে একেবারেই না খেলতে পারেন, সেক্ষেত্রে হয়তো নীতীশকেই পুরো মরসুমে নেতৃত্ব দিতে হবে।

২০১৯-এর পরে আইপিএল আবার হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে ফিরে আসায় আবার কলকাতার ইডেন গার্ডেন্সে কেকেআর তাদের হোম ম্যাচ খেলবে। আসন্ন মরসুমে কেকেআর মোট সাতটি ম্যাচ ইডেনে খেলবে। ৬ই এপ্রিল, বৃহস্পতিবার, এই মরসুমে প্রথমবারের জন্য ইডেন গার্ডেন্সে নামবে কেকেআর। সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যদিও সেই ম্যাচের আগে কেকেআর আইপিএলের ১৬তম সংস্করণে তাদের অভিযান শুরু করবে ১লা এপ্রিল, শনিবার, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মোহালিতে।

২৯শে এপ্রিল, শনিবার, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে যে ম্যাচটি খেলবে কেকেআর, কলকাতায় আয়োজিত হওয়া একমাত্র সেই ম্যাচটিই দুপুর ৩:৩০-এ শুরু হবে। ইডেন গার্ডেন্সে আয়োজিত বাকী ম্যাচগুলির সবকটিই সন্ধ্যা ৭:৩০ থেকে শুরু হবে।

আইপিএল ২০২৩-এ কলকাতা নাইট রাইডার্সের সম্পূর্ণ সূচী

ম্যাচ নম্বর তারিখ, দিন ম্যাচ সময় (ভারতীয়) কেন্দ্র
এপ্রিল ১, শনিবার পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স বিকেল ৩:৩০ মোহালি
এপ্রিল ৬, বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সন্ধ্যা ৭:৩০ কলকাতা
১৩ এপ্রিল ৯, রবিবার গুজরাত টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স বিকেল ৩:৩০ আহমেদাবাদ
১৯ এপ্রিল ১৪, শুক্রবার কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ সন্ধ্যা ৭:৩০ কলকাতা
২২ এপ্রিল ১৬, রবিবার মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স বিকেল ৩:৩০ মুম্বাই
২৮ এপ্রিল ২০, বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স সন্ধ্যা ৭:৩০ দিল্লি
৩৩ এপ্রিল ২৩, রবিবার কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস সন্ধ্যা ৭:৩০ কলকাতা
৩৬ এপ্রিল ২৬, বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স সন্ধ্যা ৭:৩০ ব্যাঙ্গালোর
৩৯ এপ্রিল ২৯, শনিবার কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স বিকেল ৩:৩০ কলকাতা
৪৭ মে ৪, বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স সন্ধ্যা ৭:৩০ হায়দ্রাবাদ
৫৩ মে ৮, সোমবার কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস সন্ধ্যা ৭:৩০ কলকাতা
৫৬ মে ১১, বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস সন্ধ্যা ৭:৩০ কলকাতা
৬১ মে ১৪, রবিবার চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স সন্ধ্যা ৭:৩০ চেন্নাই
৬৮ মে ২০, শনিবার কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস সন্ধ্যা ৭:৩০ কলকাতা

এর আগে কলকাতায় আয়োজিত হোম ম্যাচের জন্য টিকিট ছাড়ার কথা ঘোষণা করেছিল কেকেআর। বিভিন্ন ক্যাটেগরির টিকিটের দাম রাখা হয়েছে ৭৫০ টাকা থেকে ২৬ হাজার টাকা। টিকিটের জন্য অনলাইন ও অফলাইন, উভয় ব্যবস্থা থাকছে।