শুরু হয়ে টিকিট বিক্রি, ইডেন গার্ডেন্সে কেকেআরের ম্যাচ দেখতে চায়লে কমপক্ষে খরচ করতে হবে ৭৫০ টাকা

ইডেনে কেকেআর প্রথমবার নামছে ৬ই এপ্রিল আরসিবির বিরুদ্ধে

Eden Gardens
Eden Gardens. (Photo by Jan Kruger-ICC/ICC via Getty Images)

এক বছরের অপেক্ষার শেষে আইপিএলের ১৬তম সংস্করণ শুরু হতে চলেছে ৩১শে মার্চ, শুক্রবার, থেকে। কোভিডের কারণে বেশ কয়েক বছর আইপিএল আয়োজিত হয়েছিল সীমিত কয়েকটি স্টেডিয়ামে। কখনও এই টুর্নামেন্টকে স্থানান্তরিত করতে হয়েছিল বিদেশেও। তবে আবার আইপিএল ফিরে আসছে হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে। ফলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের সব কটি হোম ম্যাচে খেলার জন্য ফিরে আসছে কলকাতার ঐতিহ্যশালী ইডেন গার্ডেন্সে।

ইডেনে কেকেআরের ম্যাচ প্রত্যক্ষ করার জন্য অপেক্ষা করে আছেন শহরবাসী। ষাট হাজারের অধিক দর্শকে ঠাসা ইডেন গার্ডেন্সে ম্যাচ খেলার জন্য নিঃসন্দেহে অপেক্ষা করে আছে নাইটবাহিনীও। ঘরের মাঠের দর্শকদের সামনে নিজেদের সেরা পারফর্ম্যান্স তুলে আনতে বদ্ধপরিকর থাকবে কেকেআর। আগামী ১লা এপ্রিল কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৩-এ তাদের অভিযান শুরু করবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। তবে সেটি কেকেআরের অ্যাওয়ে ম্যাচ। কলকাতার ফ্র্যাঞ্চাইজি তাদের ঘরের মাঠে নামবে লিগের নবম ম্যাচে। ৬ই এপ্রিল, বৃহস্পতিবার, আয়োজিত সেই ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলদের দলের বিরুদ্ধে কেকেআরের ম্যাচে উপস্থিত থাকার জন্য দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি হয়েছে এখন থেকেই। কেকেআরের সাতটি হোম ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে সোমবার থেকে। ফ্যানদের চাহিদার কথা মাথায় রেখে প্রথম হোম ম্যাচের দুই সপ্তাহেরও বেশী সময় আগেই টিকিট বাজারে ছাড়া হল।

ইডেন গার্ডেন্সে ব্যবস্থা থাকছে কর্পোরেট বক্সের

সমর্থকদের উন্মাদনার আঁচ পরখ করে কেকেআর ম্যানেজমেন্ট অনলাইন ও অফলাইন, উভয় মাধ্যমেই, টিকিট বিক্রির ব্যবস্থা করেছে। আগের সংস্করণগুলির তুলনায় আসন্ন সংস্করণে টিকিটের দাম খানিক বেশী রাখা হয়েছে। ন্যূনতম মূল্যের টিকিটের দাম ৭৫০ টাকা। এই দামের টিকিট যাঁরা কিনবেন তাঁরা মূলত স্টেডিয়ামের আপার টিয়ারের পাঁচটি ব্লক থেকে ম্যাচ প্রত্যক্ষ করতে পারবেন।

তুলনামূলকভাবে কাছ থেকে খেলা দেখার জন্য খরচ করতে হবে ১০০০ টাকা। ক্লাব হাউসের আপার টিয়ারে টিকিটের দাম রাখা হয়েছে ৫ হাজার টাকা। যদি দর্শকরা আরও আরামদায়ক অভিজ্ঞতা লাভ করতে চান, তবে ক্লাব হাউসের লোয়ার টিয়ারের টিকিটের ব্যবস্থা থাকছে। এর জন্য ৮ হাজার টাকার টিকিট কিনতে হবে। তবে এখানেই শেষ নয়। দর্শকদের আরও স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা থাকছে কর্পোরেট বক্সে। এখানে বসে খেলা উপভোগ করার জন্য টিকিটের মূল্য ধার্য করা হয়েছে ২৬ হাজার টাকা। আইপিএল ২০২৩-এর জন্য ইডেন গার্ডেন্সে সর্বোচ্চ মূল্যের টিকিট এটাই।

অনলাইনে যাঁরা কেকেআরের হোম ম্যাচের টিকিট কিনতে চান, তাঁদের বুকমাইশো ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটতে হবে। বুকমাইশোর মাধ্যমে আসন্ন আইপিএল ২০২৩ মরসুমের জন্য টিকিট বুক করার ক্ষেত্রে বিশেষ বেগ পেতে হবে না। একটি অ্যাকাউন্ট তৈরি করে টিকিট বুকিং বিভাগে গিয়ে টাটা আইপিএল ২০২৩ অপশন বেছে নিয়ে নিজের পছন্দসই ম্যাচের টিকিট বুক করা যাবে।