আইপিএল ২০২৩: ট্রেডিং উইন্ডোর সময় যে তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে রাজস্থান রয়্যালস

২০২২ আইপিএলে রানার্স-আপ হয়েছিল রাজস্থান

৩) ন্যাথান কুল্টার-নাইল

Nathan Coulter Nile
Nathan Coulter Nile. (Photo Source: IPL/BCCI)

ন্যাথান কুল্টার-নাইল টি-টোয়েন্টি সার্কিটে একজন পরিচিত খেলোয়াড়। তিনি ৩৯টি আইপিএল ম্যাচে ৭.৭০ ইকোনমি রেটে ৪৮ উইকেট নিয়েছেন। তবে ২০২২ মরসুমে তিনি মাত্র এক ম্যাচ সুযোগ পেয়ে ৩ ওভারে ৪৮ রান দিয়েছিলেন।

সেই ভয়াবহ পারফর্ম্যান্সের পরে তিনি চোট পান এবং অবশিষ্ট মরসুমে আর খেলতে পারেননি। আগামী আইপিএলে তিনি ফিট থাকলেও তাঁকে দলে রাখার সম্ভাবনা কম কারণ ট্রেন্ট বোল্ট ও ওবেদ ম্যাককয় বিদেশী পেসার হিসাবে দলের হয়ে ভালো পারফর্ম করেছেন, ফলে কুল্টার-নাইলকে স্কোয়াডে রাখার বিশেষ কারণ নেই।

অস্ট্রেলিয়ার পেসারকে ২ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল মেগা নিলামে। তাঁকে ট্রেডিং উইন্ডোর সময় অন্য কোন দলে ছেড়ে দেওয়া হলে মিনি নিলামের আগে অতিরিক্ত ২ কোটি টাকা আসবে দলের হাতে। তা ছাড়া কুল্টার-নাইলকে অন্য কোন দলে পাঠিয়ে সেই দল থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী খেলোয়াড়ও বাছাই করার কথা ভাবতে পারেন আরআর টিম ম্যানেজমেন্ট।

Previous
Page 3 / 3