আইপিএল ২০২৩: ট্রেডিং উইন্ডোর সময় যে তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে রাজস্থান রয়্যালস

২০২২ আইপিএলে রানার্স-আপ হয়েছিল রাজস্থান

২) রাসি ফান ডার ডাসেন

Rassie van der Dussen
Rassie van der Dussen. (Photo Source: IPL/BCCI)

২০২২ সালের আইপিএল নিলামে রাজস্থান রয়্যালস তাদের মিডল অর্ডারকে শক্তিশালী করার জন্য ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ারকে কেনার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার রাসি ফান ডার ডাসেনকে বেছে নিয়েছিল। তবে ৩৩ বছর বয়সী তাঁর পারফর্ম্যান্স দিয়ে মুগ্ধ করতে পারেননি। তিন ইনিংসে ফান ডার ডাসেন ৯১.৬৭-এর অপর্যাপ্ত স্ট্রাইক রেটে মাত্র ২২ রান করেছিলেন।

রাজস্থানের মিডল অর্ডারে সঞ্জু স্যামসন, দেবদত্ত পাডিক্কল বা হেটমায়ারের মতো এমন কিছু ব্যাটার রয়েছেন যাঁরা বোলিং করেন না ফলে রাজস্থান অন্তত একজন বোলিং ক্ষমতাসম্পন্ন ব্যাটারকে রাখতে চায় মিডল অর্ডারে। ফান ডার ডাসেন সেই ভূমিকার জন্য সক্ষম না হওয়ায় অধিকাংস ম্যাচেই রিয়ান পরাগ বা জেমস নিশ্যামের কাছে তাঁকে জায়গা ছেড়ে দিতে হয়।

দক্ষিণ আফ্রিকার হয়ে সাধারণত ধারাবাহিকভাবে রান করা ফান ডার ডাসেন এমন কোন দলে গেলে হয়তো বেশী ম্যাচ খেলার সুযোগ পাবেন যেখানে তাঁর মতো একজন দক্ষ মিডল অর্ডার ব্যাটার অত্যন্ত প্রয়োজন। ফলে ট্রেডিং উইন্ডোতে তাঁকে অন্য কোন দলে যেতে দেখা আশ্চর্যর হবে না।

Previous
Page 2 / 3
Next