আইপিএল ২০২৩: ট্রেডিং উইন্ডোর সময় যে তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে রাজস্থান রয়্যালস

২০২২ আইপিএলে রানার্স-আপ হয়েছিল রাজস্থান

Sunrisers Hyderabad vs Rajasthan Royals
Rajasthan Royals. (Photo Source: IPL/BCCI)

রাজস্থান রয়্যালস (আরআর) আইপিএল ২০২২-এর মেগা নিলামে তারুণ্য এবং অভিজ্ঞতার চমৎকার মিশ্রণের সাথে একটি শক্তিশালী স্কোয়াড তৈরী করেছিল। অধিনায়ক সঞ্জু স্যামসন অসাধারণ নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ভালো ফর্মে ছিলেন। জস বাটলার স্বপ্নের ফর্মে ব্যাটিং করেছিলেন পুরো মরসুম এবং ৮৬৩ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন। ধারাবাহিকভাবে পারফর্ম করে দল ১৪ বছর পর আইপিএল ফাইনালে পৌঁছলেও গুজরাত টাইটান্সের কাছে হেরে রানার্স আপ পজিশনে শেষ করেছিল।

রাজস্থানের দল গঠনে বিশেষ ত্রুটি না থাকলেও কিছু খেলোয়াড় সেভাবে ব্যবহৃত হননি এবং আসন্ন ট্রেডিং উইন্ডোতে তাঁদের ছেড়ে দেওয়া হতে পারে। ছেড়ে দেওয়া খেলোয়াড়দের পরিবর্তে আরআর এমন খেলোয়াড় নেওয়ার কথা ভাববে যাঁদেরকে প্রথম একাদশের অংশ করা যায় নিয়মিতভাবে। এখানে আলোচনা করা হল এমন তিন খেলোয়াড়কে নিয়ে যাঁদেরকে ট্রেডিং উইন্ডোতে অন্য দলে পাঠিয়ে দেওয়ার কথা ভাবতে পারে রাজস্থান রয়্যালস।

এখানে আলোচনা করা হল এমন তিন ক্রিকেটারকে নিয়ে যাঁদের ট্রেডিং উইন্ডোর সময় ছেড়ে দিতে পারে আরআর

১) করুণ নায়ার

Karun Nair
Karun Nair. (Photo Source: Twitter)

করুণ নায়ার ২০১৩ সালে আইপিএলে প্রথম ম্যাচ খেললেও কোন মরসুমের বিশেষ প্রভাবশালী পারফর্ম্যান্স করতে পারেননি এবং তাই কখনই একটি নির্দিষ্ট দলে তাঁকে বেশী মরসুম খেলতে দেখা যায়নি। ২০২১ মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটিও ম্যাচ না খেলা করুণ নায়ারকে আইপিএল ২০২২ নিলামে ১.৪০ কোটি টাকায় আরআর কিনেছিল। তবে দলের ব্যাটিং লাইন-আপের নির্ভরযোগ্য সদস্য হয়ে ওঠেননি তিনি।

তিন ম্যাচ খেলে দুটি ইনিংসে ব্যাটিং করে করুণ মাত্র ১৬ রান করেছিলেন ৮৮.৮৯ স্ট্রাইক রেটে। এমন পারফর্ম্যান্সের পরে স্বাভাবিকভাবেই তাঁকে বেশী সুযোগ দেওয়া সম্ভব হয়নি। তাঁর সাম্প্রতিক ফর্ম বিবেচনা করে রাজস্থান আগামী মরসুমে তাঁকে না খেলানোর কথা ভাবতে পারে।

তা ছাড়া আরআর-এর টপ অর্ডারে যশস্বী জয়সওয়াল ও দেবদত্ত পাড়িক্কালের মতো তরুণ ব্যাটার রয়েছে, ফলে সেখানে করুণকে জায়গা দেওয়ার সম্ভাবনা একেবারেই নেই। মিডল অর্ডারে শিমরন হেটমায়ারের পাশাপাশি রিয়ান পরাগকে নিয়মিত সুযোগ দেওয়ায় করুণের পক্ষে ফিনিশার হিসাবে খেলাও প্রায় অসম্ভব। এমন অবস্থায় অন্য কোন দলে চলে গেলে তিনি তুলনামূলকভাবে বেশী ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন।

Page 1 / 3
Next