আইপিএল ২০২২, ম্যাচ ৭০: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব কিংস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

ম্যাচের ফলাফল তাৎপর্যহীন হওয়ায় দুটি দলেই একাধিক নতুন মুখকে দেখা যেতে পারে

Sunrisers Hyderabad
Sunrisers Hyderabad. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

আইপিএল ২০২২-এর গ্রুপ পর্বের শেষ খেলায় সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংস একে অপরের মুখোমুখি হবে। উভয় দলই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে এবং তাই, এই ম্যাচের ফলাফল পয়েন্ট তালিকার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। যদিও, উভয় দলই ইতিবাচকভাবে তাদের যাত্রা শেষ করার আশা করবে।

এসআরএইচ ও পিবিকেএস উভয় দলই ১৩টি ম্যাচের মধ্যে ৬টিতে জিতেছে এবং ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। একাদশে বেশ কিছু পরিবর্তন দেখা গেলেও অবাক হওয়ার কিছু নেই। সন্তানের জন্মের কারণে কেন উইলিয়ামসন দেশে চলে যাওয়ায় এই ম্যাচটি খেলছেন না। সানরাইজার্স এখনও অধিনায়ক হিসেবে কারোর নাম ঘোষণা করেনি। 

পিচ রিপোর্ট

ওয়াংখেড়েতে এটাই হবে মরসুমের শেষ খেলা এবং পিচ ব্যাটারদের অনুকূলে থাকতে পারে। উভয় দলেরই দুর্দান্ত ব্যাটিং লাইন আপ থাকায় ১৮০-র কাছাকাছি স্কোর উঠতে পারে।

সম্ভাব্য একাদশ

সানরাইজার্স হায়দ্রাবাদ

প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটকিপার), গ্লেন ফিলিপ্স, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, ফজলহক ফারুকী, উমরান মালিক, টি নটরাজন।

পাঞ্জাব কিংস

শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), বেনি হাওয়েল, হরপ্রীত সিং, কাগিসো রাবাডা, রাহুল চাহার, ঈশান পোড়েল, অর্শদীপ সিং।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

রাহুল ত্রিপাঠী – আনক্যাপড ব্যাটারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন মোট রানের সংখ্যার নিরিখে। ১৬১.৭২ স্ট্রাইক রেটে ৩৯৩ রান করেছেন।

শিখর ধাওয়ান – মায়াঙ্ক আগরওয়ালের ব্যর্থতার কারণে শিখরের উপর চাপ বেড়েছে, তাই দ্রুত গতিতে রান করতে না পারলেও ক্রিজে সময় কাটিয়েছেন বেশ কিছু ম্যাচে। ৪২১ রান করে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ষষ্ঠ স্থানে আছেন।

অলরাউন্ডার 

এইডেন মার্করাম – মিডল অর্ডারে ধারাবাহিকভাবে রান করেছেন। ৫১.৪৩-এর বিশাল গড়ে ৩৬০ রান করেছেন ১৪০.০৭ স্ট্রাইক রেটে। একটি উইকেটও নিয়েছেন।

লিয়াম লিভিংস্টোন – বিস্ফোরক কিছু ইনিংস খেলেছেন এই মরসুমে এবং ১১৭ মিটারের একটি ছক্কাও হাঁকিয়েছেন এই এই মরসুমের দীর্ঘতম। ৩৮৮ রান করার পাশাপাশি ৬ উইকেট নিয়েছেন।

বোলার

উমরান মালিক – আগুনে পেস দিয়ে নাজেহাল করে ছেড়েছেন ব্যাটারদের। বোলিংয়ে এখনও অনেক নিয়ন্ত্রণ আনতে হবে তাঁকে, তবে ২১ উইকেট নিয়ে এই মরসুমের অন্যতম আবিষ্কার হয়ে থাকবেন তিনি।

কাগিসো রাবাডা – শুরুর দিকে তেমন উইকেট না পেলেও দ্বিতীয়ার্ধ থেকে চেনা মেজাজে দেখা গেছে। ২২ উইকেট নিয়ে পার্পল ক্যাপের লড়াইয়ে তৃতীয় স্থানে আছেন।

উইকেটকিপার 

নিকোলাস পুরান – ৪৩.০০ গড় এবং ১৪৯.০০ স্ট্রাইক রেটে ৩০১ রান করেছেন, যেখানে ১৬টি চারের পাশাপাশি ২১টি ছয় আছে।

সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব কিংস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

শিখর ধাওয়ান, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, লিয়াম লিভিংস্টোন (সহ-অধিনায়ক), এইডেন মার্করাম, নিকোলাস পুরান, জিতেশ শর্মা, কাগিসো রাবাডা, রাহুল চাহার, উমরান মালিক (অধিনায়ক), টি নটরাজন।