আইপিএল ২০২২, ম্যাচ ৬৭: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

আরসিবিকে শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে দিল্লি ক্যাপিটালসের ম্যাচের ফলাফলের দিকেও

Gujarat Titans2
Gujarat Titans. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাত টাইটান্স বৃহস্পতিবার তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে চলেছে একে অপরের বিরুদ্ধে। প্লে অফে উঠতে হলে এই ম্যাচে জিততেই হবে আরসিবিকে। এ ছাড়াও, শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে তাদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হারের অপেক্ষায় থাকতে হবে। ২১০ রানের টার্গেট তাড়া করতে ব্যর্থ হয়ে তারা শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৫৪ রানে হেরেছে।

অন্যদিকে গুজরাত টাইটান্স ইতোমধ্যেই প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করেছে। তারা ১৩টি ম্যাচের মধ্যে ১০টি জিতেছে এবং পয়েন্ট তালিকার এক নম্বর স্থানে রয়েছে। জিটি তাদের শেষ ২ ম্যাচ জিতেছে এবং এই ম্যাচ জিতে প্লে-অফে নামতে চাইবে। তারা প্রথম গ্রুপ পর্বের খেলায় ৬ উইকেটে আরসিবিকে পরাজিত করেছিল। 

পিচ রিপোর্ট

ওয়াংখেড়ে স্ট্রেডিয়ামের পিচটি ব্যাটিং-বান্ধব হবে। তবে, মাঝের ওভারে স্পিনাররা ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারে। টস জয়ী দলটি ব্যাট করার কথা ভাববে।

সম্ভাব্য একাদশ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাটিদার, গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরোর, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, চামা মিলিন্দ, জস হ্যাজেলউড।

গুজরাত টাইটান্স

ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুবমান গিল, রহমানউল্লাহ্‌ গুরবাজ, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর সাই কিশোর, লকি ফার্গুসন, মহম্মদ শামি, যশ দয়াল।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

ফাফ ডু প্লেসি – কিছু ম্যাচ বাদ দিলে তিনি ধারাবাহিকভাবে রান করেছেন। ১৩২.৫৫ স্ট্রাইক রেটে ৩৯৯ রান করে সর্বোচ্চ রান স্কোরারের তালিকায় নবম স্থানে আছেন।

শুবমান গিল – ওপেনিং সঙ্গী হিসেবে ঋদ্ধিমান সাহা আসার পর গিলের উপর থেকে চাপ কমেছে এবং তিনি ১৩৫.৩৫ স্ট্রাইক রেটে ৪০২ রান করেছেন।

অলরাউন্ডার 

হার্দিক পান্ডিয়া – মিডল অর্ডারে নেমে নিয়মিত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন ব্যাট হাতে। ৩টি হাফ সেঞ্চুরিসহ ৩৫১ রান করেছেন ১৩১.৪৬ স্ট্রাইক রেটে এবং ৭.২৫ ইকোনমি রেটে ৪ উইকেটও তুলেছেন।

বোলার

ওয়ানিন্দু হাসারাঙ্গা – মিডল ওভারগুলিতে নিয়মিত উইকেট তুলছেন এবং এখনও অবধি ১৩ ম্যাচে ২৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপের লড়াইয়ে দ্বিতীয় স্থানে আছেন।

রশিদ খান – বরাবরের মতো এবারও লেগ-স্পিনার তাঁর জাদু দেখিয়েছেন এবং ১৩ ম্যাচে সংগ্রহে ১৬ উইকেট, ৬.৮৬ ইকোনমি রেটে।

উইকেটকিপার 

ঋদ্ধিমান সাহা – আইপিএলের প্রায় দ্বিতীয়ার্ধে এসে সুযোগ জুটেছিল এবং সুযোগ পাওয়ার পর পিছনে ফিরে তাকাননি। ৪০.১৪ গড়ে ২৮১ রান করেছেন মাত্র ৮ ম্যাচে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ঋদ্ধিমান সাহা (অধিনায়ক), শুবমান গিল, রজত পাটিদার, ফাফ ডু প্লেসি, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, দীনেশ কার্তিক, রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা (সহ-অধিনায়ক), হর্ষল প্যাটেল, মহম্মদ শামি।