আইপিএল ২০২১, ম্যাচ ৫৩ঃ চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

দুই দলের দুই ভিন্ন লক্ষ্য, ছন্দে আছেন রুতুরাজ ও মায়াঙ্ক

Chennai Super Kings and Punjab Kings
Chennai Super Kings and Punjab Kings. (Photo Source: IPL/BCCI)

আজ জিতলেই প্লে-অফের প্রথম দুটি দলের মধ্যে জায়গা পাকা করে ফেলবে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে প্লে-অফে যাওয়ার লড়াইতে টিকে থাকতে হলে পাঞ্জাব কিংসকে বড় ব্যবধানে জিততেই হবে। দুবাইতে হতে চলা এই ম্যাচটি ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টে থেকে দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও হটস্টারে।

সিএসকে বনাম পিবিকেএসের সম্ভাব্য একাদশ 

চেন্নাই সুপার কিংস

রুতুরাজ গায়কোয়াড়, ফাফ দু প্লেসি, মইন আলি, সুরেশ রায়না/রবিন উথাপ্পা, আম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), ডোয়েন ব্রাভো, শার্দূল ঠাকুর, জশ হ্যাজেলউড ও দীপক চাহার।

পাঞ্জাব কিংস

লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), মায়াঙ্ক আগারওয়াল, এইডেন মারক্রাম, নিকোলাস পুরান, দীপক হুডা/ সরফারাজ খান, শাহরুখ, মোইজেস এনরিক্স, হরপ্রীত ব্রার, মহম্মদ শামি, রবি বিশনোই, আর্শদীপ সিং।

ফ্যান্টাসি ক্রিকেটে এগিয়ে যাঁরা

ব্যাটার

রুতুরাজ গায়কোয়াড় – এখনো অবধি চেন্নাইয়ের সেরা ব্যাটার এই তরুণ ওপেনার। টূর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রুতুরাজ ১৩ ম্যাচে করেছেন মোট ৫২১ রান। তাঁর ঝুলিতে ৩টি হাফ সেঞ্চুরী ও ১টি সেঞ্চুরী। 

মায়াঙ্ক আগারওয়াল – লোকেশ রাহুলের মতো না হলেও তাঁর ওপেনিং সঙ্গী মায়াঙ্কও রানের মধ্যেই আছেন। বিগর ৪ ম্যাচে হাঁকিয়েছেন ২টি হাফ সেঞ্চুরী। 

অলরাউন্ডার 

রবীন্দ্র জাডেজা – সম্ভবত এই আইপিএলে চেন্নাইয়ের সেরা ক্রিকেটার হলেন স্যার জাডেজা। মাত্র ৬.৭৫ ইকোনমি রেটে ১৩ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। এর পাশাপাশি ২১২ রান করেছেন ৭০.৬৬ গড়সহ। মূলত তাঁর অলরাউন্ড পারফর্ম্যান্সের জোরেই চেন্নাই অনেক ম্যাচে মূল্যবান ২ পয়েন্ট তুলতে পেরেছে।

মোইজেস এনরিক্স – পাঞ্জাবের মোইজেস এনরিক্স ব্যাঙ্গালোর ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন। বোল হাতে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ১২ রানে নট আউট থাকেন।

বোলার

শার্দূল ঠাকুর – যখনই উইকেটের দরকার হয়েছে তখনই বল হাতে উইকেট তুলে দলের জন্য পরিস্থিতি সুবিধাজনক করে দিয়েছেন শার্দূল ঠাকুর। এখনো অবধি ১৩ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন ‘লর্ড’ শার্দূল ৮.৫২ ইকোনমি রেটে। 

মহম্মদ শামি – আইপিএলের দ্বিতীয় পর্বে শামির পারফর্ম্যান্স অনবদ্য। বিগত ৫ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। সেরা বোলিং ২১/৩।

উইকেটকিপার

লোকেশ রাহুল – অরেঞ্জ কাপের মালিক রাহুল ধারাবাহিকভাবে প্রত্যেক মচেই রান করে চলেছেন। অধিকাংশ ম্যাচেই উনি শেষ ওবধি টিকে থাকার চেষ্টা করছেন। এখনো অবধি ১২ ম্যাচে ৫২.৮ গড়ে তাঁর রান ৫২৮।

সিএসকে বনাম পিবিকেএস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

লোকেশ রাহুল, এইডেন মারক্রাম, মায়াঙ্ক আগারওয়াল (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), মোইজেস এনরিক্স, মইন আলি, রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্রাভো, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, রবি বিশনোই।