ব্যর্থ হরমনপ্রীত কৌরের লড়াই, ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেই সোনার স্বপ্নভঙ্গ ভারতের

INDIA VS AUSTRALIA CWG
INDIA VS AUSTRALIA CWG. ( Image Source: Twitter)

ফাইনালের মঞ্চেই অধিনায়কের মতে ইনিংসটা খেলেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। হরমনপ্রীত কৌরের লড়াইটা শেষপর্যন্ত ব্যর্থই হল। প্রথম কমনওয়েলথে রুপোর পদকেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইটা হাড্ডহাড্ডি হলেও, শেষপর্যন্ত ৯ রানে হেরে যেতেই হল হরমনপ্রীত কৌরদের। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েই সোনা জিতে ইতিহাস তৈরি করতে চেয়েছিল ভারতীয় দল। হরমনপ্রীত লড়াইটাও চালিয়েছিলেন। কিন্তু দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেটা যথেষ্ট ছিল না।

পোডিয়ামে ওঠা নয়, সোনা জিতেই দৌড়টা শেষ করতে চেয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হরমনপ্রীত কৌরের লড়াইটা একসময় ভারতকে সেই রাস্তায় এগিয়েও দিয়েছিল অনেকটা। কিন্তু সেই অ্যাশলে গার্ডনার কাঁটাতেই যেন ফের বিদ্ধ ভারত। ফাইনালের মঞ্চে অধিনায়ক হরমনপ্রীত চেষ্টা করলেও, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে তাঁর ৬৫ রানের ইনিংসটা বোধহ যথেষ্ট ছিল না। রুপোর পদক নিতেই এবার পোডিয়ামে উঠতে হল ভারতকে।

ফাইনালের মঞ্চে ৬৫ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। শুরু থেকেই ভারতকে চাপে রাখার কৌশলই ছিল তাদের। এখনও পর্যন্ত একটিও টি টোয়েন্টি প্রতিযোগিতার ফাইনাল হারেনি অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে দল অপরিবর্তিত রেখেই নেমেছিল অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। সেখানে শুরুতেই কিন্তু বড়সড় ধাক্কা খেতে হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। মাচ্র ৭ রানেই সাজঘরে ফেরেন অ্যালিসা হিলি। ৯ রানের মধ্যেই প্রথম উইকেটটা তুলে নেন রেনুকা সিং। অস্ট্রেলিয়ার আগেই পাল্টা চাপ দেওয়ার কৌশল এদিন ছিল ভারতেরও।

কিন্তু বেথ মুনি এবং অধিনায়ক মেগ ল্যানিংই সেই জায়গা থেকে ধীরে ধীরে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরানোর কাজটা শুরু করেন। ৭৩ রানের পার্টনারশিপ গড়েন তারা। একসময় তাদের দেখে মনে হচ্ছিল অস্ট্রেলিয়া বোধহয় ভারতের বিরুদ্ধে এদিন বিরাট রানের পাহাড় গড়ে তুলবে। কিন্তু সেই সময়ই ম্যাচের মোর ঘুরিয়ে দেন রাধা যাদব। বোলিং করতে এসেই মেগ ল্যানিংকে রান আউট করে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন তিনি। এরকিছুক্ষণের মধ্যেই টালিয়া ম্যাকগ্রার দুর্ধর্ষ ক্যাচ নিয়ে ম্যাচের রাশ ফের ভারতের হাতে ফিরিয়ে দেন রাধা যাদবই।

কিন্তু বেথ মুনিকে সাজঘরে ফেরানোটা খানিকটা দেরী হয়ে গিয়েছিল। তাঁর ৬১ রানের ইনিংসটাই যেন অস্ট্রেলিয়ার ভিতটা মজবুত করে দিয়েছিল। ৪১ বলে ৬১ রানের ইনিংস খেলে তিনি যখন সাজঘরে ফেরেন তখন অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ১৪২। তিনি ফেরার পর অবশ্য আর ১৯ রানই করতে পেরেছিল অস্ট্রেলিয়া। ১৬১ রানেই থামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সোনার স্বপ্নভঙ্গের মঞ্চে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস তৈরির দায়িত্ব তখন ভারতীয় ব্যাটারদের হাতেই। যে স্মৃতি মবন্ধনা গোটা প্রতিযোগিতায় দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে এসেছিলেন, সেই স্মৃতি ৬ রানেই সাজঘরে ফেরে এদিন। কিছুক্ষণের মধ্যেই শেফালি বর্মাও প্যাভিলিয়নের রাস্তা ধরেন। ২২ রানের মধ্যে ২ উইকেট খুইয়ে রীতিমত চাপে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখান থেকেই লড়াইটা শুরু হরমনপ্রীত কৌর। অধিনায়কের মতো সামনে থেকে এদিন দলকে এগিয়ে নিয়ে যাওার দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন।

লড়াইটা করেওছিলেন। ফাইনালের মঞ্চেই এবারের কমনওয়েলথ কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতরানটা করে ফেলেন তিনি। সেইসঙ্গেই সকলের চোখে যেন সোনা জয়ের স্বপ্নটাও জ্বলজ্বল করে ওঠে। জেমিমা রডরিগেজকে নিয়ে ৯৬ রানের পার্টনারশিপও গড়ে তোলেন। কিন্তু সেই অ্যাশলে গার্ডনার কাঁটাতেই ফের একবার বিদ্ধ হল ভারতীয় দল। ৬৫ রানেই হরমনপ্রীতকে থামিয়ে দিলেন অ্যাশলে গার্ডনার। সেইসঙ্গে ভারতের সোনা জয়ের স্বপ্নও যেন থেমে গেল। পূজা বস্ত্রকারকেও সাজঘরের রাস্তা দেখিয়ে অস্ট্রেলিয়ার সোনাটা পাকা করে দিলেন অ্যাশলে গার্ডনার।