১৯৯২ সালের বিশ্বকাপের মঞ্চে ভারতের পারফরম্যান্সের ব্যাপারে জেনে নিন
আপডেট করা - Sep 16, 2023 6:51 pm

১৯৯২ সালের বিশ্বকাপটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যৌথভাবে অনুষ্ঠিত করেছিল। এই বিশ্বকাপে ভারতীয় দল মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে খেলেছিল। ভারত এই টুর্নামেন্টটিতে খুবই খারাপ পারফরম্যান্সের প্রদর্শন করেছিল। তারা ৮টি ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচে জয় পেয়েছিল এবং রাউন্ড-রবিন পর্ব থেকে বিদায় নিয়েছিল।
১৯৯২ সালের বিশ্বকাপে ট্রফি জিতেছিল পাকিস্তান। তারা ফাইনালে ইংল্যান্ডকে ২২ রানে পরাজিত করেছিল। এটি ছিল পাকিস্তানের প্ৰথম বিশ্বকাপ ট্রফি। অন্যদিকে, ইংল্যান্ড ১৯৮৭ সালের পর ১৯৯২ সালের বিশ্বকাপেও রানার-আপ হয়েছিল।
১. ভারত বনাম ইংল্যান্ড (ম্যাচ ২)

এই ম্যাচটিতে ভারত মাত্র ৯ রানে হেরে গিয়েছিল। ইংল্যান্ড প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রান তুলেছিল। রবিন স্মিথ ১০৮ বলে ৯১ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। কপিল দেব, মনোজ প্রভাকর এবং জাভাগল শ্রীনাথ ২টি করে উইকেট নিয়েছিলেন।
ভারত রান তাড়া করতে নেমে ৪৯.২ ওভারে ২২৭ রানে অলআউট হয়ে গিয়েছিল। রবি শাস্ত্রী ১১২ বলে ৫৭ রান করেছিলেন। ডার্মট রিভ ৬ ওভারে ৩৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছিলেন। ইয়ান বোথাম ১০ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন এবং ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন।