প্রস্তুতির মাঝে স্যার গারফিল্ড সোবার্সের সঙ্গে সাক্ষাত ভারতীয় ক্রিকেটারদের

Sir Garfield Sobars met Indian Cricketers
Sir Garfield Sobars met Indian Cricketers. ( Image Source: Twitter/BCCI )

আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেখানে টেস্ট সিরিজ থেকেই শুরু হবে এই সফর। সেই সিরিজে নামার আগেই স্যার গারফিল্ড সোবার্সের সঙ্গে দেখা করলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। বিরাট কোহলি ও শুভমন গিলের সঙ্গে সাক্ষাতের উচ্ছ্বাসটা যেন খানিকটা বেশীই দেখা গেল এঅই কিংবদন্তী ওয়েস্ট ইন্ডিজ তারকার মধ্যে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যেই ভাইরাল। ১২ জুলাই ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে  প্রথম টেস্টের মঞ্চে নামতে চলেছে ভারতীয় দল।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে বার্বাডোজকেই নিজেদের প্রস্তুতি মঞ্চ হিসাবে বেছে নিয়েছে ভারতীয় দল। বুধবার থেকেই প্রস্তুতিতে নেমে পেড়েছে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। শেষপর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তারা জিততে পারবে কিনা তা তো সময়ই বলবে। কয়েকদিন আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নেমেছিল ভারতীয় দল। সেখানে অস্ট্রেলিয়ার কাছে বিশ্রীভাবে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে।  সেই ম্যাচ শেষ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচী ঘোষণা করেছিল বিসিসিআই।

বার্বাডোজকেই প্রস্তুতি মঞ্চ হিসাবে বেছে নিয়েছে ভারতীয় দল

আসন্ন মরসুমের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপের যাত্রাটা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই করতে চলেছে ভারতীয় দল। সেই লক্ষ্যে বেশ কয়েকদিন আগেই ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বেই নামতে চলেছে ভারতীয় দল। বার্বাডোজকেই আপাতত নিজেদের ক্যাম্পের জন্য বেছে নিয়েছে ভারতীয় দল। সেখানেই ভারতীয় দলের প্রস্তুতি দেখতে উপস্থিত কিংবদন্তী ক্রিকেটের স্যার গারফিল্ড সোবার্স। বার্বাডোস স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে খোশ মেজাজেউ পাওয়া গেল এই তারকা ক্রিকেটারকে।

বয়সের ভরে এখন অনেকটাই ঝুঁকে পড়েছেন তিনি। সস্ত্রীক স্টেডিয়ামে এসেছিলেন এই কিংবদন্তী। সেখানেই বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলদের সঙ্গে বেশ খোশ মেজাজেই দেখা গেল এই কিংবদন্তী ক্রিকেটারকে।  তবে বিরাট কোহলির সঙ্গে সাক্ষাতের পর স্যার গারফিল্ড সোবার্সের উচ্ছ্বাসটা অনেকটাই বেশী ছিল। বিরাট কোহলির খেলা দেখে যে তিনিও মুগ্ধ হন ভালভাবেই বোঝা গেল। বিরাট কোহলিরও তাঁর সঙ্গে বেশ খোশ মেজাজেই ছিলেন।

এরপরই রাহুল দ্রাবিড় সুবমন গিলের সঙ্গে স্যার গারফিল্ড সোবার্সের আলাপ করিয়ে দিয়েছিলেন। সেখানে ভারতীয় দলের উঠতি তারকা হিসাবেই তাঁর পরিচয় দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। শুভমন গিলের সঙ্গে আলাপ করেও বেশ খোশ মেজাজেই দেখা গেল এই কিংবদন্তীকে। এখন শুধুই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার অপেক্ষায় টিম ইন্ডিয়া।