ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটি পৌঁছলেন রোহিত শর্মারা
আপডেট করা - Sep 28, 2023 6:37 pm
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শেষ। এবার লক্ষ্য শুধুই বিশ্বকাপ। ইতিমধ্যেই বারতে আসতে শরুু করে দিয়েছে প্রতিটি দেশ।বিশ্বকাপের মূল পর্বের ম্যাচে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে প্রতিটি দলই। বিশ্বকাপের আগে দল নিয়ে এখানেই শেষ পরীক্ষা নীরিক্ষা করে দেখে নিতে চাইবে প্রকতিটি দল। আগামী ৩০ সেপ্টেম্বর বিশ্বকাপের মঞ্চে প্রথম প্রস্তুতি পর্বের ম্যাচে নামবে ভারত। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড সেই ম্যাচ খেলতকেই ২৮ সেপ্টোম্বর গুয়াহাটিতে পৌঁছে গেল ভারতীয় দল। সেখানেই ভারতীয় দলের ক্রিকেটারদের নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। প্রস্তুতি ম্যাচ হলেও তা নিয়েও সমর্থকদের উন্মাদনা দেখার মতো।
এবারের বিশ্বকাপ শুরু হতে চলেছে আগামী ৫ অক্টোবর থেকে। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। তবে বিশ্বকাপ গিরে ভারতের ঘরের মাটিতে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ঘরেরমাঠে ৮ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্য়াচে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেই ম্যাচের আগে অবশ্য দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। ৩০ সেপ্টেম্বরই ইংল্যান্ডের বিরুদ্ধে গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচে নামতে চলেছেন টিম ইন্ডিয়া।
প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে রোহিত শর্মারা
গত বুধবারই শেষ হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ। সেখানেই অজি বাহিনীর বিরুদ্ধে ২-১-এ সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। আর সেই সিরিজ জয় যে ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস বাড়াতে অনেকটাই সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে ওডিআই ক্রম তালিকায় শীর্ষস্থানে রয়েছে ভারতীয় দল। সেইসঙ্গে অস্চ্রেলিয়ার বিরুদ্ধেও দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে তারা। এই িবশ্বকাপের মঞ্চেও যে সেই ধারাই অব্যহত রাখতে চাইবে টিম ইন্ডিয়া তা বলারপ অপেক্ষা রাখে না। সেই মতোই শেষ দুই প্রস্তুতি ম্যাচে চলবে ভারতীয় দলের প্রস্তুতি।
Huge roar for Rohit & Kohli at Guwahati….!!!!
India will kick start their World Cup on 30th with a warm-up game.https://t.co/EuWGtJ5xeZ
— Johns. (@CricCrazyJohns) September 28, 2023
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের ব্যাটাররা। সেখানেই ব্যাট হাতে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন শ্রেয়স আইার ও শুভমন গিল। একইসঙ্গে শেষ ম্যাচে রোহিত শর্মার ব্যাটেও বড় রানের ইনিংস এসেছে। এই পারফরম্যান্স এখন ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াচ্ছে। বিশ্বকাপেও সেই পারফরম্যান্স দেখার অপেক্ষাতেই বসে রয়েছেন সকলে।
২০১১ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। সেবারও ঘরের মাঠেই বিশ্বকাপ জিতেছিল তারা। এবারও ফে্র ঘরের মাঠে বিশ্বকাপের আসরে বসতে চলেছে ভারতীয় দল। সেখানেই টিম ইন্ডিয়া জিততে পারি কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।