ভারত বিশ্বকাপে মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহকে একসঙ্গে খেলাবে না” – আকাশ চোপড়া
আপডেট করা - Sep 23, 2023 6:57 pm
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া মনে করছেন যে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহকে একসাথে খেলতে দেখতে পাওয়া যাবে না। তার মতে, টিম ম্যানেজমেন্ট এমন একজন খেলোয়াড়কে ৮ নম্বর স্থানের জন্য বাছাই করতে চাইছেন যিনি ব্যাটিং করতে পারেন।
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য ব্যাটিংয়ের গভীরতায় জোর দেওয়ার কথা বলেছিলেন, বিশেষ করে ৮ এবং ৯ নম্বর স্থানে তিনি এমন খেলোয়াড়দের রাখতে চান যারা ব্যাট হাতে অবদান রাখতে পারেন। এশিয়া কাপ ২০২৩-এর সময় মহম্মদ শামির জায়গায় শার্দুল ঠাকুর অথবা অক্ষর প্যাটেলকে খেলতে দেখা গিয়েছিল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম একদিনের ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মহম্মদ শামি। তিনি ১০ ওভারে ৫১ রান দিয়ে ৫টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। অন্যদিকে, শার্দুল ঠাকুর এই ম্যাচটিতে ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছিলেন। তিনি ১০ ওভারে ৭৮ রান দিয়েছিলেন এবং কোনো উইকেটও নিতে পারেননি।
আকাশ চোপড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্ৰথম ম্যাচটিতে মহম্মদ শামির প্রদর্শিত পারফরম্যান্সের প্রশংসা করেছেন। তার মতে, শামি যে বলটিতে স্টিভ স্মিথকে আউট করেছিলেন সেটি ম্যাচের সেরা বল ছিল।
আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “শামি রাস্তার মতো সমতল পিচে লাইমলাইট দখল করেছিলেন। যে ডেলিভারিতে তিনি স্টিভ স্মিথকে আউট করেছিলেন সেটিই ছিল ম্যাচের সেরা বল। এটা সত্যিই একটি ভালো পারফরম্যান্স ছিল। ভারতের কি দরকার সেই নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল – ৮ নম্বর ব্যাটারের থেকে রান নাকি শামির থেকে উইকেট। কিন্তু আমি এখনও মনে করি ভারত শামি, সিরাজ ও বুমরাহকে একসঙ্গে খেলাবে না।”
“তৃতীয় পেসার হতে পারেন শার্দুল এবং তৃতীয় স্পিনার হতে পারেন অক্ষর বা অশ্বিন” – আকাশ চোপড়া
আকাশ চোপড়া মনে করছেন যে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ টিম ম্যানেজমেন্ট তৃতীয় পেসার হিসেবে শার্দুল ঠাকুরকে বেছে নিতে পারে এবং তৃতীয় স্পিনার হিসেবে অক্ষর প্যাটেল অথবা রবিচন্দ্রন অশ্বিনকে বেছে নিতে পারে।
প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, “আমি মনে করি তারা এখনও ৮ নম্বর স্থানটি নিয়ে আচ্ছন্ন এবং সেই কারণেই তারা এই তিন ফাস্ট বোলারের সাথে একত্রে যাবে না। তৃতীয় পেসার হতে পারেন শার্দুল এবং তৃতীয় স্পিনার হতে পারেন অক্ষর বা অশ্বিন। কিন্তু তবুও, শামি অসাধারণ ছিলেন।”