৫৩৯ রানের বিশাল লিড নিয়ে ডিক্লেয়ার করল ভারত, এজাজ নিলেন ৪ উইকেট

(Photo Source: Twitter/BCCI)

৫৩৯ রানের বিশাল লিড নেওয়ার পর মুম্বই টেস্টে ডিক্লেয়ার করলেন বিরাট কোহলি। কেন এত দেরিতে ডিক্লেয়ার তা নিয়ে প্রশ্ন উঠল। ৭ উইকেটে ২৭৬ রানে ইনিংসের পরিসমাপ্তি ঘোষণা করল ভারত। প্রথম ইনিংসে দশ উইকেট নেওয়ার পর কিউই স্পিনার এজাজ প্যাটেল আজ ১০৬ রান দিয়ে নিলেন চারটি উইকেট। তার মানে ম্যাচে মোট ১৪টি উইকেট নিলেন এজাজ। ভারতের দ্বিতীয় ইনিংসে বাকি তিনটি উইকেট নেন রচিন রবীন্দ্র। প্রথম ইনিংসে ১৫০ রান করার পর মায়াঙ্ক আজ ৬২ রানে আউট হলেন। ওপেনার পূজারা করলেন ৪৭ রানে। তিনে নেমে শুবমনও করলেন ৪৭ রান। বিরাটকে ৩৬ রানে বোল্ড করেন রচিন বরীন্দ্র। রানের গতি বাড়াতে গিয়ে শেষের দিকে আউট হন শ্রেয়স আইয়ার (১৪), ঋদ্ধিমান সাহা (১৩)। ২৬ বলে ৪১ রানের দারুণ ক্যামিও খেলে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল।

যা প্রয়োজনের থেকে অনেকটাই বেশি বলে অনেকেই বলছেন। যে দল প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে অলআউট হয়ে যায়, তাদের চতুর্থ ইনিংসে আদৌ প্রয়োজন ছিল কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। ডিক্লেয়ার করতে কেন এত দেরি করলেন, টেস্টের মাঝেই কেন এভাবে কার্যত ব্যাটিং প্র্যাকটিশের প্রয়োজন পড়ল তা নিয়েও কথা হচ্ছে। অবশ্য শেষ পর্যন্ত এই টেস্টে কাল লাঞ্চের মধ্যে জিতে গেলে এসব প্রশ্ন উঠবে না।

মুম্বই টেস্টের স্কোরবোর্ড

ভারত: ৩২৫, ২৭৬/৭ (ডি:)

নিউ জিল্যান্ড: ৬২ অলআউট