এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ ম্যাচ জয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড ছুঁল ভারত

INDI WIN
INDI WIN. ( Image Source: twitter/bcci )

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাত উইকেটে জয়। পিছিয়ে থেকেও ঘরের মাঠে সিরিজ জিতে নিয়েছেন শিখর ধওয়ানরা। আর সেইসঙ্গেই অস্ট্রেলিয়াক ১৯ বছরের রেকর্ড স্পর্ষ করল ভারতীয় দল। টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিততে পারলেই নয়া রেকর্ডের মালিক হবে ভারতীয় দল। এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ ম্যাচ জয়ের নজির গড়ল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার সঙ্গে যুগ্মভাবে সেই আসনে বসল ভারতীয় দল। অজিদের রেকর্ড ভাঙতে আর মাত্র এক ম্যাচ দূরে রয়েছে ভারত।

এক ক্যালেন্ডার বর্ষে ৩৮টি ম্যাচজিতে এতদিন এই তালিকায়সবার ওপর ছিল ভারতীয় দল। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই রেকর্ডই ছুঁল টিম ইন্ডিয়া। ঘরের মাঠে অজিদের এই রেকর্ড ছোঁয়া যে ভারতীয় দলকে অনেকটাই স্বস্তি এনে দেবে তা বলার অপেক্ষা রাখে না। ২০০৩সালে েই রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া দল। সেবারই নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। সেইসঙ্গেই তারা গড়েছিল এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড।

এক ক্যালেন্ডার বর্ষে সব ফর্ম্যাট মিলিয়ে ৩৮ টি ম্যাচ জিতেছে ভারত

সলেই রেকর্ড অবশ্য ভারতীয় দলের ভাঙার সু।োগ এই সিরিজেই ছিল। কিন্তু তা হয়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল ভারত। যদিও পরপর দুই ম্যাচ জিতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। সেইসঙ্গেই অস্ট্রেলিয়ার সেই রেকর্ডও ছুঁয়ে ফেলেছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই এক ক্যালেন্ডার বর্ষে ৩৮টি ম্যাচ জয়ের নজির গড়েছে টিম ইন্ডিয়া। এই বছরই অস্ট্রেলিয়ার সেই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে ভারতীয় দলের সামনে।

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে নামবে ভারতীয় দল। সেই ম্যচ জিততে পারলেই অস্ট্রেলিয়ার এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড ভেঙে দেবে টিম ইন্ডিয়া। এখন তারই প্রস্তুতি অস্ট্রেলিয়ায় ব্যস্ত রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মারা।

এদিন টস জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। সেখানে শুরু থেকেই চিল ভারতীয় বোলারদের দাপট। কুলদীপ যাদব, শাহবাজ আহমেদদের দাপটের সামনে মাত্র ৯৯ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা শিবির। সেই রান তুলতে অবশ্য ভারতীয় দলের খুব একটা অসুবিধা হয়নি। ১৯.১ ওভারেই সেই রান তুলে দিয়েছিল টিম ইন্ডিয়া।

সাত উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার রেকর্ডও ছুঁয়ে ফেলেছে ভারতীয় দল।