আসন্ন ওডিআই বিশ্বকাপ জয়ের দাবীদার ভারত, মনে করছেন ইয়ন মর্গ্যান
আপডেট করা - Aug 1, 2023 7:49 pm
২০১১ সালে শেষবার ভারতের মাটিতে বিশ্বকাপের আসর বসেছিল। সেখানেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। প্রায় ১২ বছর পর ফের সেই বিশ্বরকাপের আসর বসছে ভারতের মাটিতে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলেব। আগামী ৫ অক্টোবর থেকে সুরু হতে চলেছে সেই বিশ্বকাপ। সেখানেই ভারতীয় দলকে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবীদার হিসাবে দেখছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। অন্তত সাম্প্রতিককালে ভারতীয় দলের পারফরম্যান্স দেখার পর এমনটাই মনে করছেন তিনি।
শেষবার ঘরের মাঠেই বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। এবারও ভারতের ঘরের মাঠেই হতে চলেছে বিশ্বকাপ। সেখানে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া জিততে পারে কিনা সেদিকেএখন সকলেই তাকিয়ে রয়েছে। যদিও এইন মুহূর্তে ঘরের মাঠে ভারতীয় দলের পরিসংখ্যানও কিন্তু টিম ইন্ডিয়াকে এগিয়ে রেখেছে। এছাড়া যে ফর্মে রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররাও, সেটাও যে ভারতকে এগিয়ে রাখার জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না। আগামী ৮ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচে নামবে টিম ইন্ডিয়া।
২০১১ সালে শেষবার ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারত
প্রথম ম্যাচেই ভারতীয় দলের সামনে রয়েছে অস্ট্রেলিয়া। এরপরই পাকিস্তানের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সেইসঙ্গে ভারতীয় দলের হয়ে বিশ্বকাপের মঞ্চেই নামতে চলেছেন জসপ্রীত বুমরাহ। প্রতিপক্ষ শিবিরের কাছে যে তিনি কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে এই বছরই ঘরের মাঠে দ্বিশতরানের ইনিংস কেলেচিলেন শুভমন গি্ল। সেইসঙ্গে আইপিএলের মঞ্চে তাঁর পারফরম্যান্স ছিল দেখার মতো। সেই শুভমন গিলই এবার রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নামতে চলেছে। সমস্তকিছু মিলিয়েই ভারতকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগিয়ে রাখছেন ইয়ন মর্গ্যান।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এই দলের সকলের মধ্যে অসাধারণ দক্ষতা রয়েছে এবং এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার ক্ষমতা রয়েছে। তাদের অবশ্যই ২০১১ বিশ্বকাপের মঞ্চে যেসকল ক্রিকেটাররা ভারতীয় দলের হয়ে খেলেছিলেন তাদের থেকে আরও নানা পরামর্শ নেওয়া উচিত্ এবংনানান জিনিস শেখা উচিত্ রয়েছে”।
একইসঙ্গে ইয়ন মর্গ্যান মনে করেন যে এই বিশ্বকাপের মঞ্চ এবারের প্রতিটি ক্রিকেটারের কাছেই শেখার জন্য একটা বড় মঞ্চ। এই বিস্বকাপ অনেকের কাছেই নানান সুয়োগও অনে দেবেন বলে মনে করছেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক ইয়ন মর্গ্যান।