রুতুরাজ গায়কওয়াড় ভারতের হয়ে তিনটি ফরম্যাটেই খেলতে পারেন, মনে করছেন আশিস নেহেরা
আপডেট করা - Nov 29, 2023 6:11 pm

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে একটি দুরন্ত শতরান করেছিলেন প্রতিভাবান ভারতীয় ব্যাটার রুতুরাজ গায়কওয়াড়। তিনি ৫৭ বলে অপরাজিত ১২৩ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন। তার এই ইনিংসে ছিল ১৩টি চার এবং ৭টি ছয়। আন্তর্জাতিক ক্রিকেটে এটি ছিল তার প্ৰথম শতরান।
আশিস নেহেরা রুতুরাজ গায়কওয়াড়ের ব্যাটিং দেখে খুবই খুশি হয়েছেন এবং তার প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে এই প্রতিভাবান ব্যাটারের ভারতের হয়ে তিনটি ফরম্যাটেই খেলার ক্ষমতা রয়েছে।
জিও সিনেমায় আশিস নেহেরা বলেন, “সবাই জানেন যে তিনি কেমন খেলোয়াড় (রুতুরাজ গায়কওয়াড়)। যশস্বী জয়সওয়ালের খেলা রুতুরাজ গায়কওয়াড়ের তুলনায় সম্পূর্ণ আলাদা। টি-২০ ফরম্যাটেও আপনার দৃঢ়তা প্রয়োজন এবং গায়কওয়াড় সেটাই নিয়ে এসেছেন। কোনও সন্দেহ নেই যে রুতুরাজ গায়কওয়াড় ভারতের হয়ে একজন তিন ফরম্যাটের খেলোয়াড় হতে পারেন।”
তিনি আরও বলেন, “রুতুরাজ গায়কওয়াড তার ব্যাটিংয়ে যে ধরনের সৌন্দর্য দেখান তা অবিশ্বাস্য, আশ্চর্যজনক এবং এটি ছিল (তৃতীয় টি-২০-তে শতরান) একটি দুর্দান্ত, দুর্দান্ত, দুর্দান্ত নক।”
রুতুরাজ গায়কওয়াড়ের শতরান সত্ত্বেও ম্যাচটি জিততে পারেনি ভারত
রুতুরাজ গায়কওয়াড়ের শতরানের হাত ধরে স্কোরবোর্ডে ২০ ওভারে ৩ উইকেটে ২২২ রান তুলেছিল ভারত। সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা যথাক্রমে ২৯ বলে ৩৯ রান এবং ২৪ বলে অপরাজিত ৩১ রান করেছিলেন। যশস্বী জয়সওয়াল এবং ইশান কিষান ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। জয়সওয়াল ৬ বলে মাত্র ৬ রান করে নিজের উইকেট হারিয়েছিলেন। অন্যদিকে, ইশান ৫ বলে ০ রানে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। জেসন বেহরেনডর্ফ, কেন রিচার্ডসন এবং অ্যারন হার্ডি ১টি করে উইকেট শিকার করেছিলেন।
গ্লেন ম্যাক্সওয়েলের ঝোড়ো শতরানের হাত ধরে ম্যাচটি ৫ উইকেটে জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল ৪৮ বলে ১০৪ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন। তিনি এই ইনিংসে ৮টি চার এবং ৮টি ছয় মেরেছিলেন। ট্র্যাভিস হেড ১৮ বলে ৩৫ রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন। শেষে অধিনায়ক ম্যাথু ওয়েড ১৬ বলে অপরাজিত ২৮ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। রবি বিষ্ণোই ২টি উইকেট পেয়েছিলেন। অক্ষর প্যাটেল, আভেশ খান এবং অর্শদীপ সিং ১টি করে উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। এই ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়েছিল।