ঋষভ পন্থের অভাব পূরণ করাই ভারতের সামনে প্রধান চ্যালেঞ্জ, মনে করছেন ইয়ান চ্যাপেল

Rishabh Pant
Rishabh Pant. (Photo by PATRICK HAMILTON/AFP via Getty Images)

আগামী ৯ ফেব্রুয়ারী ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। এই সিরিজ জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ছাড়পত্র যোগার করে ফেলবে টিম ইন্ডিয়া। কিন্তু সেই মঞ্চেই ভারতীয় দলের হয়ে দেখা যাবে না তারকা ক্রিকেটার ঋষভ পন্থকে। সিরিজ শুরু হওয়ার আগে সেই বিষয় নিয়েি মতামত দিয়েছেন প্রাক্তন অজি তারকা ইয়ান চ্যাপেল। তাঁর মতে ঋষভ পন্থের মতো ক্রিকেটারের অনুপস্থিতি ভারতীয় দলকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে।

গতবছরের শেষেই ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। সেই গাড়ী দূর্ঘটনাতেই গুরুতর আহত হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এই মুহর্তে চিকিত্সাধীন রয়েছেন তিনি। যদিও ধীরে ধীরকে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় দলের এই তারকা উইকেটকিপার ব্যাটার। কিন্তু এই মুহূর্তে বাইশগজে ফেরা যে তাঁর পক্ষে সম্ভব ন.য়তা কার্যত স্পষ্ট। প্রায় ৬ থেকে ৭ মাস পরই মাঠে পিরতে পারেন তিনি। ফেব্রুয়ারী মাসে এই ঋষভ পর্নথকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামতে চলেছে টিম ইন্ডিয়া।

গুরুতর আহত হয়ে আপাতত হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ঋষভ পন্থ

তাঁর মতো ক্রিকেটারের অুপস্থিতি ভারতীয় দল যে ভালভাবেই অনভব করবে তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন অজি তারকা ক্রিেকেটার ইয়ান চ্যাপেলেরসম্প্রতি টেস্ট ক্রিকেটে ভারতীয়দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন ঋষভ পন্থ। অস্ট্রেলিয়ার মাটি থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঋষভ প্নথের দুরন্ত সেঞ্চুরী। গতছর বাংলাদেসের বিরুদ্ধেও টেস্ট সিরিজে ভার পারফরম্যান্সই প্রদর্শন করেছিলেন ঋষভ পন্থ। কিন্তু অস্ট্রেলিয়ার মতো দেশের বিরুদ্ধেই পাওয়া যাবে না তাঁকে।

এই প্রসঙ্গে ইয়ান চ্যাপেল জানিয়েছেন, “এই সিরিজে ভারতকে বেশ কিছু জিনিস প্রমাণ করতে হবে। সেখানে ঋষভ পন্থের পরিবর্ত ক্রিকেটার কেমন খেলেন সেদিকেই তাকিয়ে থাকবেন সকলে। সবথেকে বড় ব্।পার হল  ঋষভ প্নথের আক্রমণাত্মক ক্রিকেট খেলার জন্য ভারতীয় দল দ্রুত রানরেট এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে। যেভাবে বোলারদের ওপর ঋষভ পন্থ নিজের প্রভাব বিশ্কার করেন, সেই জায়গাটা কেউই নিতে পারবে না। সেই জায়গাতেই ভারতীয় দলকে তাদের টপ অর্ডারের ওপর বিশেষ নির্ভরশীল থাকতে হবে এবং ভাল স্ট্রাইকরেট রেখেই রান এগিয়ে নিয়ে যেতে হবে”।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দলের টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি করার পিছনে অন্যতম অবদান ছিল এই ঋ,ভ পন্থের। শুধু তাই নয় ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে  শেষ টেস্টেো সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন ঋষভ পন্থ। কয়েকদিন আগে বাংলাদেশের বিরুদ্ধেও তাঁর পারফরম্যান্স  যথেষ্ট ভালই ছিল। ঋষভ পন্থের অভাব ভারতীয় দল কেমনভাবে মেটায় সেটাই এখন দেখার।