নিউ জিল্যান্ডের রোহিত শর্মাই প্রধান চাবিকাঠি, মত দীনেশ কার্তিকের

Rohit Sharma
Rohit Sharma. ( Image Source: X(Twitter) )

বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে  নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই শেষ হাসি কোন দলের মুখে ফোটে তা তো সময়ই ব বলবে। তবে সেই ম্যাচে নামার আগেই বিরাট মন্তব্য প্রাক্তন ক্রিকেটচার দীনেশ কার্তিকের। তাঁর মতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মা যদি নিজের পারফরম্যান্স দেখাতে পারেন তবে এই ম্যাচে ভারতের জয় একেবারে নিশ্চিত। কার্যকত কিউইদের বিরুদ্ধে রোহিত শর্মাকেই  এক্স ফ্যক্টর হিসাবে দেখছেন  দীনেশ কার্তিক। শেষপর্যন্ত রোহিত শর্মা নিজের পারফরম্যান্স দেখাতে পারেন কিনা সেটাই দেখার।

এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্চত ফর্মে রয়েছেন ভারত অধিনায়ক। তাঁর হাত ধরেই একের পর এক ম্যাচে সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া। সেঞ্চুরী ইনিংস খেলার পাশাপাশি একাধিক অর্ধশতরানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন রোহিত শর্মা। এই বিশ্বকাপের বাইশগজেই ভেঙেছেন একাধিক রেকর্ড।  সেমিফাইনালের মঞ্চে এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। সেখানে যে সকলে রোহিত শর্মার দিকেই তাকিয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

চলতি বিশ্বকাপের মঞ্চে ৫০৩ রান রয়েছে রোহিত শর্মার

এই বিশ্বকাপের মঞ্চে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ৪০০ রানের গন্ডী টপকেছিলেন রোহিত শর্মা। সেইসঙ্গেই সচিন তেন্ডুকরের বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরীর রেকর্ড ভেঙেছিলেন রোহিত শর্মা। শেষ ম্যাচে নেদারল্যান্জসের বিরুদ্ধেও অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন ভারতীয় দলের তারকা অধিনায়ক। এবারের বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মার পারফরম্যান্সের প্রশংসায় ছিলেন সকলে। সেই তারকা ক্রিকেটারকে নিয়েই এবার উচ্ছ্বসিত প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। সেমিফাইনালের মঞ্চে ভারতীয় দলের প্রধান কারিগ়ড় যে তিনি হতে চলেছেন তা মানতে কোনও দ্বিধা নেই দীনেশ কার্তিকের।

দীনেশ কার্তিক জানিয়েছেন, “সেখানে এমনই একজন ক্রিকেটার রয়েছেন যাঁকে নিয়ে আমি কোনওরকম সংশয় প্রকাশ করতে পারব না। তিনি আগেও যেমন করেছেন, এখানেও কেমনই সাফল্য পাবেন। তিনি হলেন রোহিত শর্মা। আমার  জন্য রোহিত শর্মা এমন একজন ক্রিকেটার যাঁর উইকেট তোলার দিকেই নিউ জিল্যান্ডের এই ম্যাচে সবচেয়ে বেশী নজর থাকবে। যদি তাঁর পারফরম্যান্স ঠিকঠাক থাকে তবে আমি লিখে দিতে পারি যে সেমিফাইনালে ভারতীয় দলই জিততে চলছে”।

চলতি বিশ্বকাপের মঞ্চে এই মুহূর্তে রোহিত শর্মার ঝুলিতে ৫০৩ রান রয়েছে। সেইসঙ্গে তাঁর স্ট্রাইকরেট রয়েছে ১২১। লিগ পর্বেও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেমিফাইনালের মঞ্চেও যে এই পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট সমর্থকদের আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।