ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ট্রফি জেতার লড়াইয়ে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত
আপডেট করা - Jul 27, 2023 9:50 pm

আর কয়েকমাস পরেই ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হবে। ভারত এই বিশ্বকাপটি নিজেদের দেশের মাটিতে খেলার সুযোগ পাবে। তাই তারা অবশ্যই বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার। ওডিআই বিশ্বকাপ ২০২৩ ৫ই অক্টোবর থেকে শুরু হবে এবং ১৯শে নভেম্বর শেষ হবে। ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড যথাক্রমে ২০১১, ২০১৫ এবং ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ জিতেছিল। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত এই তিনটি দলকেই আসন্ন ওডিআই বিশ্বকাপের ট্রফি জেতার লড়াইয়ে এগিয়ে রাখছেন।
কৃষ্ণমাচারী শ্রীকান্ত ভারতীয় দলকে সবার আগে রাখছেন। এছাড়াও অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের দলও বেশ শক্তিশালী বলে জানিয়েছেন তিনি। এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইংল্যান্ডের খেলার শৈলীর ব্যাপারেও নিজের বক্তব্য জানিয়েছেন।
কৃষ্ণমাচারী শ্রীকান্ত ইন্ডিয়া টুডেকে বলেন, “ভারত অন্যতম ফেভারিট। সত্যি কথা বলতে, অস্ট্রেলিয়ার যে দলটি আছে, সেটিও খুব ভালো দল, আর ইংল্যান্ডও খুব ভালো। আমি বিশ্বাস করি যে অস্ট্রেলিয়ানরাও ভারতে ভালো খেলে। আমি বলব ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই তিনজনের মধ্যে একজন হয়তো কাপ জিতবে।”
তিনি আরও বলেন, “তারা শুরু থেকেই আক্রমনাত্মক বোলিং করে, সেটা টেস্ট ক্রিকেট হোক, টি-টোয়েন্টি ক্রিকেট হোক বা একদিনের ক্রিকেট। ২০১৫ বিশ্বকাপে হারের পর থেকে তাদের কর্মপদ্ধতি পরিবর্তিত হয়েছে। আমরা ২০১৯ বিশ্বকাপে এটা দেখেছি , এবং আপনি চলমান অ্যাশেজ টেস্ট সিরিজেও এটাই দেখছেন। সেখানেও, (প্ৰথম) ম্যাচটি ক্লোজ ছিল, যদিও ইংল্যান্ড হেরেছিল।”
“আমি বলব ভারতে খেলার ক্ষেত্রে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের থেকে এগিয়ে রয়েছে” – কৃষ্ণমাচারী শ্রীকান্ত
কৃষ্ণমাচারী শ্রীকান্তের মতে ভারতে ইংল্যান্ডের তুলনায় অস্ট্রেলিয়া বেশি ভালো খেলে। এছাড়াও ভারতের পাশাপাশি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকেও ফেভারিট বলে মনে করার কারণ জানিয়েছেন তিনি। এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড। ভারত নিজেদের প্ৰথম ম্যাচটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। ৮ই অক্টোবর, এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারী শ্রীকান্ত বলেন, “আমি বলব ভারতে খেলার ক্ষেত্রে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের থেকে এগিয়ে রয়েছে। এই অজিদের অনেকেই ভারতে টি-টোয়েন্টি, আইপিএল খেলে, তাই তারা ভারতীয় পরিবেশে খেলতে অভ্যস্ত। তবে হ্যাঁ, ইংল্যান্ডের অনেক খেলোয়াড়ও খেলছেন এবং ভারতীয় পরিবেশে খেলার ক্ষেত্রে অভ্যস্ত হয়ে উঠছেন। তাই আমি বলছি, এই তিনটি দেশের মধ্যে একটি (ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া)…”