আইপিএল ২০২১, ম্যাচ ৫৪ঃ কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়ালস, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

ছন্দে আছেন নাইটদের অলরাউন্ডাররা, রাজস্থানের ভরসা স্যামসন

Sanju Samson and Eoin Morgan
Sanju Samson and Eoin Morgan. (Photo Source: IPL/BCCI)

দুই দলের কাছেই যেহেতু প্লে-অফে যাওয়ার সুযোগ আছে তাই আজ একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। রাজস্থান রয়ালস আগের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে শোচনীয়ভাবে হেরেছে। অন্যদিকে সানরাইজার্সকে হারিয়ে মনোবল তুঙ্গে কেকেআরের। নেট রান রেট ভালো থাকার জন্য কেকেআর জিতলে প্লে-অফের খুব কাছে পৌঁছে যাবে। শারজাতে হতে চলা এই ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও হটস্টারে।

কেকেআর বনাম আরআরের সম্ভাব্য একাদশ 

কলকাতা নাইট রাইডার্স

শুবমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাকিব আল হাসান, সুনীল নারায়ণ, টিম সাউদি, বরুণ চক্রবর্তী, শিবম মাভি।

রাজস্থান রয়ালস

এভিন লিউইস, যশ্বসী জয়সোয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিবম দুবে, গ্লেন ফিলিপ্স, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, মায়াঙ্ক মারকান্ডে/শ্রেয়স গোপাল, চেতন সাকারিয়া, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান।

ফ্যান্টাসি ক্রিকেটে এগিয়ে যাঁরা

ব্যাটার

শুবমান গিল – গত ম্যাচে ৫১ বলে ৫৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হওয়া শুবমান গিলের কাছ থেকে এই ম্যাচেও রান প্রত্যাশিত। কঠিন সময়ে ম্যাচ বের করার মত পরিণত ব্যাটিংয়ের জন্য তিনি ইতিমধ্যেই বেশ প্রশংসিত।

এভিন লিউইস – পাওয়ারপ্লেতে তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের ফলে ইনিংসের শুরুটা রাজস্থানের বেশ ভালোই হচ্ছে। এখনো অবধি ৫ ম্যাচ খেলে করেছেন মোট ১৫১ রান, সর্বোচ্চ ৫৮, স্ট্রাইক রেট ১৬২.৩৬। 

অলরাউন্ডার

ভেঙ্কটেশ আইয়ার – দ্বিতীয় পর্বে দলে ঢোকার পর থেকেই নজর কেড়েছেন এই তরুণ। ব্যাট হাতে ৬ ম্যাচে করেছেন ২০১ রান, ১৩৪ স্ট্রাইক রেটে। বল হাতে গুরুত্বপূর্ণ ৩টি উইকেটও তুলেছেন।

সুনীল নারায়ণ – ১০ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন নারায়ণ, ইকোনমি রেট ৬.৪২। অ্যাকশন বদলানোর পরে এখন আবার কার্যকরী তিনি। ব্যাট হাতে দিল্লীর বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলে জয়ে অবদান রেখেছিলেন তিনি।

বোলার

বরুণ চক্রবর্তী – রহস্য স্পিনার বরুণের বোলিংকে এখনো অনেক ব্যাটাররা ঠিক করে বুঝে উঠতে পারছেন না। এই আইপিএলে ১৩ ম্যাচ খেলে তাঁর সংগ্রহে ১৫ উইকেট। ইকোনমি রেট ৬.৭৩।

চেতন সাকারিয়া – এই আইপিএলের অন্যতম আবিষ্কার চেতন ১৩ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। সেরা বোলিং ৩১/৩। তাঁর বোলিংয়ের গতি বৈচিত্র্য তাঁর অন্যতম সম্পদ।

উইকেটকিপার

সঞ্জু স্যামসন – ১৩ ম্যাচ খেলে রাজস্থানের অধিনায়ক করেছেন ৪৮৩ রান। ৪৩.৯ গড় নিয়ে তিনি অরেঞ্জ কাপের দৌড়ে আছেন। আজকের ম্যাচেও রাজস্থানের বড় ভরসা তিনি।

কেকেআর বনাম আরআর ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

সঞ্জু স্যামসন, এভিন লিউইস, রাহুল ত্রিপাঠী, শুবমান গিল, যশ্বসী জয়সোয়াল, সুনীল নারায়ণ, ভেঙ্কটেশ আইয়ার (অধিনায়ক), শিবম দুবে, টিম সাউদি, বরুণ চক্রবর্তী (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।