চোট সারিয়ে আইপিএল দিয়েই বাইশগজে প্রত্যাবর্তনের লক্ষ্যে লিয়াম লিভিংস্টোন
আপডেট করা - Jan 25, 2023 9:28 pm

চোট সারিয়ে আইপিএলের মঞ্চ দিয়েই ফের ক্রিকেটের বাইশগজে ফেরার লক্ষ্যে তারকা ইংল্যান্ড ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন। তাঁর বিধ্বংসী ইনিংস খেলার ঝলক গোটা বিশ্ব ইতিমধ্যেই দেখে নিয়েছে। যদিও এই মুহূর্তে ইংল্যান্ডের হয়ে বাইশগজে নেই এই তারকা ক্রিকেটার। ঘরের মাঠে দ্য হান্ড্রেড চলাকালীনই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন লিয়াম লিভিংস্টোন। টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি লিয়াম লিভিংস্টোন। শুধু তাই নয় পকিস্তানের বিরদ্ধে ইংল্যান্ডের হয়ে টেস্ট সিরিজেও খেতে পারেননি এই ব্রিটিশ তারকা ক্রিকেটার।
মাঠে ফেরার লক্ষ্যেই এখন মরিয়া হয়ে রয়েছেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার। এই বছর ভারতের ঘরের মাঠে হতে চলেছে একদিনের ফর্ম্যাটের বিশ্বকাপ। সেই দলে জায়গা করে নিতে এখন আইপিএলের মঞ্চকেই বেছে নিয়েছেন লিয়াম লিভিংস্টোন। সেইভাবেই চলছে তাঁর রিহ্যাবও। আইপিএলে গতবারেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। এবারও সেই আইপিএলেের মঞ্চকেই পাখির চোখ করতে চলেছেন লিয়াম লিভিংল্টোন। দ্য হান্ড্রেডে চোট পেয়ে দলের বাইরে থাকাটা ক্রমশই হতাশ করে তুলছে এই তারকা ব্রিটিশ ক্রিকেটারকে।
দ্য হান্ড্রেড চলাকালীনই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন লিয়াম লিভিংস্টোন
এবারের দ্য হান্ড্রেডে আরম্ভটা সেভাবে করতে পারেননি লিয়াম লিভিংস্টোন। ওভালেই প্রথমবার ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেই ম্যাচের পরই অবশ্য চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন লিয়াম লিভিংস্টোন। আগামী এপ্রিলেই ভারতের মাটিতে শুরু হতে চলেছে এবারের আইপিএল। সেখানেই পঞ্জাবের হয়ে নামতে চলেছেন লিয়াং লিভিংস্টোন। সেখানেই তিনি বড় পারফরম্যান্স দেখাতে পারেন কিনা সেই অপেক্ষাতেই রয়েছেন সকলে।
এই প্রসঙ্গেই স্কাই স্পোর্টসে দেওয়া এক সাক্ষাতকারে লিয়াম লিভিংস্টোন জানিয়েছেন, সেই সময়ে এমনভাবে চোটের কবলে পড়াটা সত্যিই একটা কঠিন পরিস্থিতি ছিল। বিশেষ করে প্রতিযোগিতা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। রিহ্যাব থেকে ফিরে নিজেকে পুরোপুরি তৈরি করতে এখনও প্রায় এক সপ্তাহ সময় লাগতে চলেছে। আমি আশাবাদী যে আইপিএলের সময়ই মাঠে ফিরতে পারব এবং সেই সময়ই নিজের পুরনো ফর্মেও ফিরতে পারব আমি।
গতবার আইপিএলের মঞ্চে দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়েছিলেন লিয়াম লিভিংস্টোন। পঞ্জাব জিততে না পারলেও লিভিংস্টোনের পারফর্মযান্স সকলেরই নজর কেড়েছিল। চোট সারিয়ে আইপিএলের মঞ্চে ফের সেই ফর্মেই তাঁকে দেখা য়ায় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।