সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরীর নজির হেনরিখ ক্লাসেনের
আপডেট করা - May 18, 2023 10:24 pm

দিল্লি ক্যাপিটালসের পাশাপাশি এবারের আইপিএলের প্লেঅফের আশা কার্যত সানরাইজার্স হায়দরাাবাদেরও শেষ হয়ে গিয়েছে। এখন প্রতিটি ম্যাচ তাদের কাছে শুধুই নিয়মক্ষার। চলতি আইপিএলের ম়্চে সানরাইজার্স হায়দরাবাদের বেশীরভাগ ব্যাটার ব্যর্থ হলেও, একমাত্র তাদের হয় নিজের পারপর্মযান্স দেখিয়ে গিয়েছেন হেনরিখ ক্লাসেন। এদিনরয়্যাল ্চযালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও তার অন্যথা হল না। আইপিএলের মঞ্চে কেরিয়ারের প্রথম সেঞ্চুরী পেলেন হেনরিখ ক্লাসেন। সেইসঙ্গেই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বিশেষ নজিরও গডলেন এই প্রোটি্য়ান তারকা ক্রিকেটার।
সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন অধিনায়কের এতদিন তাদের জার্সিতে দ্রুততম সেঞ্চুরী করার রেকর্ড ছিল। যদিও ডেভিড ওয়ার্নারের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের সম্পর্ক শেষ হয়েছে অনেক আগেই। বৃহস্পতিবার ঘরের মাঠে সেই তালিকাতেই এবার নাম তুললেন হেনরিখ ক্লাসেন। আইপিএলের মঞ্চে প্রথম সেঞ্চুরী পেয়েছেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন। সেইসঙ্গেই ানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরী করার রেকর্ড গড়লেন হেনরিখ ক্লাসেন। এদিন রয়্যাল ্চযালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও হেনরিখ ক্লাসেনের ব্যাটে ইঠেঠিল কানের ঝড়। সেখানেই ৪৯ বলে সেঞ্চুরী করেছিলেন হেনরিখ ক্লাসেন। আর তাতেই আপ্লুত সকলে।
আরসিবির বিরুদ্ধে ৫১ বলে ১০৪ রানের ইনিংস খেলেছেন হেনরিখ ক্লাসেন
এবারের আইপিএলে দুরন্ত পারপর্ময়ান্স দেখাচ্ছেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদ জিততে না পারলেও বেশীরভাগ ম্যাচেই ব্যাট হাতে নিজের পারফরম্যান্স প্রদ্রশন করে চলেছেন এই তারকা ক্রিকেটার। এদিনও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁর ব্যাটে উঠেছিল রানের ঝড়। কার্যত তাঁর দক্ষ হাতে ভর করেই রয়্যাল ্চযালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৮৬ রানের লক্ষ্যে পৌঁছতে পেরেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তাঁর এমন পারফরম্যান্স দেখে আপ্লুত প্রাক্তন দক্ষিণ আফ্রিকান তারকা ক্রিকেটার এবি ডেভিলিয়র্সও।
এদিন হেনরিখ ক্লাসেন যখন মাঠে আসেন সেই সময় সানরাইজার্স হায়দরাবাদের রান ২ উইকেটে ২৮। সেই পরিস্থিতি থেকেই এডেন মার্করামের সঙ্গে পার্টনারসিপটা গড়ে তোলার কাজটা শুরু করেন তিনি। সেই থেকেই তাঁর ব্যাটে ছিল রানেরর ঝড়। মার্করাম ১৮ রানে ফিরে গেলেও, হেনরিখ ক্লাসেনকে আটকানো এদিন অসম্ভব ছিল। তাঁর ব্যাটে ছিল চার ও ছয়ের বন্যা। আর সেই পারফরম্যান্সে ভর করেই আইপিএলের মঞ্চে নতুন মাইলস্টোন গড়লেন তিনি। প্রথম সেঞ্চুরী ইনিংস খেললেন হেনরিখ ক্লাসেন।
এদিন ৪৯ বলে আইপিএলের মঞ্চে সেঞ্চুরী করেছেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরীর নজির গড়েছেন এই তারকা ক্রিকেটার। তার আগে ২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দ্রুততম সেঞ্চুরী করেছিলেন ডেভিড ওয়ার্নার। ৪৩ বলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সেঞ্চুরী করেছিলেন তিনি। এদিন ৫১ বলে হেনরিখ ক্লাসেনের ১০৪ রানের ইনিংসটা সাজানো রয়েছে ৮টি চার ও ৬টি ওভারক বাউন্ডারি দিয়ে।