নিলামের আগে হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স

সম্ভাব্য রিটেইনশন হবে রোহিত, বুমরাহ, পোলার্ড এবং সূর্যকুমার ও ঈশানের মধ্যে কোন একজনের

Hardik Pandya
Hardik Pandya. (Photo by Surjeet Yadav/Getty Images)

যখন থেকে এটি প্রকাশ করা হয়েছে যে বিসিসিআই বর্তমান আটটি আইপিএল দলকে মেগা নিলামের আগে চারজন খেলোয়াড়কে ধরে রাখার অনুমতি দেবে, ভক্তরা তাদের প্রিয় দল কাকে কাকে ধরে রাখবে সেই বিষয়ে জানতে আগ্রহী। প্লেয়ার রিটেইনশন বিষয়ে এবং দুটি নতুন আইপিএল ফ্র্যাঞ্চাইজির দল গঠন সম্পর্কে বিসিসিআই দ্রুত কোন আনুষ্ঠানিক ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। 

এখনো অবধি ঠিক হয়েছে মোট চারজনকে রিটেইন করা যাবে। যে চারজনকে ধরে রাখা হবে তাদের মধ্যে দুই জন ভারতীয় এবং দুই জন বিদেশী খেলোয়াড় বা তিনজন ভারতীয় এবং একজন বিদেশী খেলোয়াড় হতে পারবে। যা জানা গেছে সেই অনুযায়ী বলা যায় পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো তাদের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে ধরে রাখবে না নিলামের আগে।   

টাইমস অফ ইন্ডিয়ার মতে, আইপিএলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি রিটেইনশন নীতিসম্পর্কিত কার্যাবলীর সঙ্গে জড়িত তিনি প্রকাশ করেছেন যে মেগা নিলামের আগে কেবল তিন জনকে ধরে রাখার ব্যাপারে ঠিক থাকলেও যেহেতু রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ড ব্যবহৃত না হওয়ার সিদ্ধান নেওয়া হয়েছে তাই চারজনকেই রিটেইন করা চূড়ান্ত হয়েছে। তিনি আরও যোগ করেছেন যে মুম্বই ইন্ডিয়ান্স সেই ক্ষেত্রে কাইরন পোলার্ড, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহকেই রিটেইন করার ব্যাপারে ভাবতে পারে। এছাড়া সূর্যকুমার যাদব বা ঈশান কিষাণও তাদের নজরে থাকবে।

“আমি মনে করি বিসিসিআইয়ের একটি রাইট টু ম্যাচ কার্ড সহ তিন খেলোয়াড় ধরে রাখার ফর্মুলা থাকবে। আরটিএম না থাকলে চারটি ধরে রাখা হতে পারে। রোহিত শর্মা এবং ভারতের পেস বিভাগের নেতা জসপ্রীত বুমরাহ মুম্বইয়ের অটোম্যাটিক চয়েস হবে। তৃতীয় পছন্দ থাকবেন কায়রন পোলার্ড। মুম্বইয়ের শক্তি হল তাদের ধারাবাহিকতা,” আইপিএল কর্মকর্তা বলেছিলেন।

হার্দিককে ধরে রাখার সম্ভাবনা ১০ শতানশেরও কম, কর্মকর্তা বলেছেন

হার্দিক পান্ডিয়া গত কয়েক বছর ধরে তার পিঠের সমস্যায় ভুগছেন এবং আইপিএল ২০২১-এ বোলিংও করেননি। কর্মকর্তা বলেছেন যে তিনি মনে করেন না হার্দিককে মুম্বই রিটেইন করার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেবে।

“এই সময়ে, মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিককে ধরে রাখার সম্ভাবনা ১০ শতাংশেরও কম। হ্যাঁ, তিনি হয়তো পরবর্তী কয়েকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলায় সবাইকে ছাপিয়ে যাবেন কিন্তু তারপরেও তাঁর সম্ভাবনা ক্ষীণ। মুম্বই চতুর্থ কাউকে রিটেইন করলে সূর্যকুমার যাদব এবং ইশান কিষাণের মধ্যে সেই স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা হবে,” আধিকারিক যোগ করেছেন।