রেকর্ড দামে স্যাম কারাণকে এবার দলে নিয়েছে পঞ্জাব কিংস, এখানে রইল পূর্ণ স্কোয়াড

Punjab Kings
Punjab Kings. (Photo Source: IPL/BCCI)

জমজমাট আইপিএলের মিনি নিলাম। ৪০৫ জন ক্রিকেটারদের নিয়ে কোচিতে আয়োজিত হয়েছিল এবারের আইপিএল মিনি নিলাম। সেখানেই ছিল একের পর এক চমক। আইপিএলের মিনি নিলামের শুরুতেই সকলকে চমকে দিয়েছে এদিন পঞ্জাব কিংস। স্যাম কারাণের দিকেই এদিন নজর ছিল সকলের দিকে। পঞ্জাব কিংসও যে তাঁর দিকেই তাকিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। শুরু থেকেই তাঁকে দলে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল পঞ্জাব কিংস কর্তারা। শেষপর্যন্ত সেই স্যাম কারাণকে দলে তুলে নিয়েছে তারা। ১৮.৫০ কোটি টাকা দিয়ে এবার স্যাম কারাণকে দলে নিয়েছে তারা।

ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে এবারও অসাধারণ পারফরম্যান্স করেছে পঞ্জাব কিংস।। শুধুমাত্র স্যাম কারাণই নয়। এবারের আইপিএলে নাম নথিভুক্ত করেছিলেন জিম্বাবোয়েের সেরা ক্রিকেটার সিকান্দার রাজা। তাঁকেও দলে তুসে নিয়েছে পঢ্জাব কিংস। তবে সিকান্দার রাজাকে নিতে খুব একটা ক,্ট করতে হতে হয়নি তাদের। মিন নিলামে পঞ্জাবের কিংসরা যে সকলেকে চমকে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শিখর ধওয়ানের নেতৃত্বেই এবারের আইপিএলে নামবে পঞ্জাব কিংস।

গতবার খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি পঞ্জাবের কিংসরা। ময়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বে  গ্রুপপর্ব থেকেই ছিটকে গিয়েছিল তারা।  এরকপরই দলের অধিনায়ক ময়াঙ্ক আগরওয়ালকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পঞ্জাব কিংস। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছিল তারা কোন ক্রিকেটারকে নেয় তা নিয়ে জল্পনা। সেখানেই সকলকে চমকে দিয়েছে পঞ্জাব কিংস। শেষপর্যন্ত স্যাম কারাণকে বিরাট অঙ্কের মূল্যে তুলে নিয়েছে তারা। একইসঙ্গে এবার সিকান্দার রাজাকেও তুলে নিয়েছে পঞ্জাব কিংস।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন সিকান্দার রাজা। বিশ্বকাপে অ,সাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেজন্য এওই অলরাউন্ডারকেই বেছে নিয়েছে পঞ্জাব কিংস। স্যাম কারাণও কিন্তু অল রাউন্ডার হিসাবেই পঞ্জাব কিংসে এসেছে। এবার শুধুই পঞ্জাব কিংসের আইপিএলের মঞ্চে নামার অপেক্ষা।

আইপিএল ২০২৩ মিনি নিলাম শেষে পঞ্জাব কিংসের পূর্ণ স্কোয়াড

শিখর ধওয়ান
শাহরুখ খান
জনি বেয়ারস্টো
প্রভসিমরণ সিং
ভানুকা রাজাপক্ষে
জীতেন শর্মা
রাজ বাওয়া
ঋষি ধওয়ান
লিয়াম লিভিংস্টোন
অথর্ব তেইদে
অর্শদীপ সিং
ন্যাথান এলিস
বলতেজ সিং
কাগিসো রাবাডা
হরপ্রীত ব্রার
রাহুল চাহার
স্যাম কারাণ
সিকান্দার রাজা
হরপ্রীত ভাটিয়া
বিদ্বথ কাভেরাপ্পা
শিবম সিং
মোহিত রাঠে

এবারের আইপিএলে পঞ্জাব কিংস গ্রুপ পর্বের গন্ডী টপকাতে পারে কিনা সেটাই এখন দেখার।