ইউপি ওয়ারিয়র্জের বিরুদ্ধে গুজরাট জায়ান্টাসের পরাজয় নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Facebook)

ডাব্লুউপিএলের উদ্বোধনী মরসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি গুজরাট জায়ান্টাসের। প্ৰথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর দ্বিতীয় ম্যাচেও ইউপি ওয়ারিয়র্জের কাছে পরাজিত হয়ে এই মুহূর্তে কোণঠাসা পরিস্থিতি রয়েছে গুজরাট দল। মুম্বাইয়ের কাছে ১৪৩ রানে হারার পর দ্বিতীয় ম্যাচে শেষ ওভারে গিয়ে ইউপির কাছে ম্যাচ হারে তারা।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে গুজরাট জায়ান্টাসের টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তের সমালোচনা করেন।

তিনি বলেন, “আমার কাছে বিস্ময়কর জিনিসটি ছিল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত। প্রচুর শিশিরের কারণে বল ভেজা সাবানের বারের মতো হয়ে যায়। কেন আপনি ভেজা বলে বল করতে চাইবেন এবং বিশেষ করে যখন প্রতিপক্ষ দলে চারজন স্পিনার? আপনার চাওয়া উচিত যে তারা ভেজা বল দিয়ে বল করুক এবং আপনি নয়, কিন্তু তারা এই জিনিসগুলো নিয়ে ভাবেনি,”

গুজরাট জায়ান্টাসের পরে ব্যাট করা উচিত ছিল বলে মনে করেন আকাশ চোপড়া

মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে প্রথমে বোলিং করে ২২৩ রান হজম করে গুজরাট জায়ান্টাস। আকাশ চোপড়া মনে করেন যে হারমানপ্রিত গুজরাট বোলারদের নাজেহাল অবস্থা করেছিলেন।

তিনি বলেন,”তারা বলে যে শেষ ম্যাচে প্রথম বোলিং করার সময় তারা অনেক রান দিয়ে ফেলেছিলেন, যার কারণেই মুম্বাই ২০০ রান করেছিল। তাই এবার আমরা প্রথমে ব্যাট করব, আমরা দ্বিতীয় ব্যাট করতে চাই না। কিন্তু তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করাই উচিত ছিল,”

কিম গার্থের ৩৬ রানে ৫ উইকেট নেওয়ার ব্যাপারে তিনি বলেন,”তারা দুর্দান্তভাবে শুরুটা করেছিল (বোলিং করার সময়), গুজরাটের হয়ে কিম গার্থ এসে একের পর এক উইকেট তুলে নেন। যখন তাহলিয়া ম্যাকগ্রা আউট হন, তখন মনে হচ্ছিল সেখান থেকে জেতা কঠিন হবে (ইউপি ওয়ারিয়র্জ)। কিরণ নভগিরে ব্যাট হাতে খুব, খুব ভাল ছিলেন, তিনি সুন্দর চার এবং ছয়ও মেরেছিলেন। এর পরে উইকেট আবার পড়তে থাকে কিন্তু তারপরে এলেন গ্রেস হ্যারিস, কি অসাধারণ একজন খেলোয়াড়! আমরা এক বল বাকি থাকতেই আমাদের বিজয়ীকে পেয়ে গেছিলাম, ওয়াইডগুলিকেও রিভিউ করা হয়েছিল।”

আকাশ চোপড়া মনে করেন এভাবেই চলতে থাকলে ইউপির ব্যাটিং বিভাগকে থামানো মুশকিল হতে পারে। তাদের বোলিং বিভাগের প্রতিভার কথাও তিনি উল্লেখ করেন।