চিন্নাস্বামী স্টেডিয়ামে ভক্তদের সামনে অনুশীলন করতে দেখা গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলোয়াড়দের
আপডেট করা - Mar 26, 2023 6:20 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণে তাদের প্রথম ম্যাচের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলোয়াড়দের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দর্শকদের সামনে অনুশীলন করতে দেখা গেল। অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস সহ বিরাট কোহলি এবং আরও অনেককে মাঠে নামার আগে একাধিক ড্রিল এবং অনুশীলন করতে দেখা গেছে।
উল্লেখযোগ্যভাবে, অনুরাগীদের আনবক্সিং অনুষ্ঠানে স্বাগত জানিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্রাঞ্চাইজি। এই ইভেন্টে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই প্রাক্তন তারকা এবি ডি ভিলিয়ার্স এবং ক্রিস গেইলকে সম্মান জানাবে। গেইল এবং এবি ডি-কে আরসিবি হল অফ ফেমের অন্তর্ভুক্ত করা হবে। আরসিবি ফ্র্যাঞ্চাইজি ক্রিস গেইলের জার্সি নম্বর ৩৩৩ এবং এবি ডি ভিলিয়ার্সের জার্সি নম্বর ১৭-কে বিদায় জানাবে।
চোট আঘাতে জর্জরিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টপ-অর্ডার ব্যাটার রজত পতিদার গোড়ালির চোটের কারণে আসন্ন মরশুমের প্রথমার্ধে নাও খেলতে পারেন। তিনি জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) তত্ত্বাবধানের রয়েছেন। তিনি আনবক্সিং অনুষ্ঠানের জন্য আরসিবি দলে যোগ দিয়েছেন। আরসিবি এখনও তার শারীরিক অবস্থার ব্যাপারে কোনোকিছুই ঘোষণা করেনি। তবে অনুমান করা হচ্ছে যে তিনি কমপক্ষে প্রথম ছয় থেকে সাতটি ম্যাচে খেলতে পারবেন না।
অন্যদিকে, অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউডও খেলতে পারবেন কিনা সেই নিয়েও কিছু সন্দেহ রয়েছে। হ্যাজেলউড এখনও অ্যাকিলিস টেন্ডোনাইটিস থেকে সেরে ওঠেননি। তিনি এখনও প্রশিক্ষণেও যোগদান করতে পারেননি৷ সেই কারণে আইপিএলের ১৬তম মরসুম শুরু হওয়ার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এই মুহূর্তে বেশ কয়েকটি ধাক্কা সামলাতে হচ্ছে।
শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরাঙ্গাও বেশ কয়েকটি ম্যাচে খেলবেন না বলে আশা করে হচ্ছে। এই মুহূর্তে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড ওডিআই সিরিজের চলছে। হাসারাঙ্গা নিউজিল্যান্ডে শ্রীলঙ্কা দলে রয়েছেন। ওডিআই সিরিজ শেষ হওয়ার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজও খেলবে শ্রীলঙ্কা। তারপরই সম্ভবত আরসিবি দলে যোগ দেবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। প্ৰথম থেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দলে না পেলে সমস্যায় পড়তে হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। এতগুলো চোটের ধাক্কা কিভাবে ফ্যাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দল কাটিয়ে উঠবে সেটাই এখন দেখার বিষয়। ২রা এপ্রিল এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পাঁচবারের আইপিএল শিরোপা জয়ী মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই মরসুমে নিজেদের প্ৰথম ম্যাচ খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।