প্রোটিয়া বোর্ড এনগিদিকে শুভেচ্ছা জানালেও বাদ দু’প্লেসিস-তাহির

Faf du Plessis
Faf du Plessis. (Photo Source: IPL/BCCI)

আইপিএল ২০২১, চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রানার আপ কলকাতা নাইট রাইডার্স। এবার পরের সিজনের অপেক্ষা। কি কিন্তু চেন্নাই সুপার কিংসের তিন প্রোটিয়া সদস্যের মধ্যে আইপিএল জেতায় মাত্র এক জন প্লেয়ারকে শুভেচ্ছা জানাল দক্ষিণ আফ্রিকা বোর্ড। প্রোটিয়া বোর্ড আইপিএল জেতার জন্য শুধুমাত্র এনগিদিকে শুভেচ্ছা জানিয়েছে। বাদ ফাফ দু প্লেসিস এবং ইমরান তাহির। আর এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ ডেল স্টেইন।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে লেখা হয় (এখন সেই পোস্ট দেখা যাচ্ছে না), ‘চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএল জয়ের জন্য লুঙ্গি এনগিদিকে অভিনন্দন।’ সেই পোস্টে কোথাও ডু’প্লেসিস বা তাহিরের নাম ছিল না। যে দু’জনই চেন্নাইয়ের খেলোয়াড়। ডু’প্লেসিস তো ফাইনালে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে চেন্নাইয়ের জয়ের ভিত তৈরি করে দেন। তাহির এবারের মরশুমে একটি ম্যাচে খেলেছেন। এমনকী এনগিদি তো আইপিএলের দ্বিতীয় ভাগে ছিলেন না।

আর এই পোস্টের পরই ইনস্টাগ্রামে ক্রিকেট সাউথ আফ্রিকার পোস্টের নীচে স্টেইন বলেন, ‘এই অ্যাকাউন্ট কে চালান? শেষবার যখন দেখেছিলাম, তখন ফ্যাফ এখনও অবসর নেয়নি, ইমরানও (তাহির) অবসর নেয়নি এখনও। দু’জনেই দক্ষিণ আফ্রিকার হয়ে দীর্ঘদিন খেলেছেন। স্রেফ নাম উল্লেখ করারও যোগ্য নন তাঁরা? জঘন্য।’

প্রসঙ্গত, নাইট বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করতে থাকেন ফ্যাফ এবং চেন্নাইয়ের ব্যাটাররা। শুধু তাই নয়, তিনি ১৪০-এর বেশি স্ট্রাইক রেট রেখে ব্যাট করেন দুপ্লেসি। তাঁর জন্য রবিন উত্থাপ্পা এবং মইন আলি হাত খুলে খেলার সুযোগ পান। তার ফলে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৯২ রান তোলে চেন্নাই। একেবারে শেষ বলে আউট হন ফ্যাফ।৫৯ বলে ৮৬ রান করেন। সাতটি চার এবং তিনটি ছক্কা হাঁকান। স্ট্রাইক রেট ছিল ১৪৫-এর বেশি।