২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের আসর এবার হয়তো মার্কিন মুলুকে! পিছনে যে কারণ

T20 World Cup 2021
T20 World Cup 2021. (Photo Source: Twitter)

টি-২০ বিশ্বকাপের আসর এবার মার্কিন মুলুকে! সব ঠিকঠাক চললে বেসবল-বাস্কেটবলের দেশ আমেরিকায় হবে ২০২৪ টি-২০ বিশ্বকাপের আসর। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে ২০২৪ টি-২০ বিশ্বকাপের আসরের আয়োজন করতে চলেছে আমেরিকা। আমেরিকা যদি ২০২৪ টি-২০ বিশ্বকাপের আয়োজক দেশ হয়, একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের মত দেশে ক্রিকেটের মেগা ইভেন্ট আয়োজন করে গোটা বিশ্বে খেলাটা ছড়িয়ে দেওয়ার বার্তা দেওয়া হবে, তেমন আরও একটা বড় উদ্দেশ্য থাকছে। আর সেটা হল, ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের জায়গা পেতে সুবিধা হয়।

কারণ ২০২৪ সালে যদি হলিউডের দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন হয়, ক্রিকেটের মেগা আসর আয়োজনের পরিকাঠামো তৈরি হয়ে যাবে আমেরিকায়। জো বাইডেনের দেশে যদি ২০২৪ টি-২০ বিশ্বকাপের আসর বসে তাহলে ভারতীয় উপমহাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বাইরে এই প্রথম আয়োজিত হবে টি-২০ বিশ্বকাপ। ২০২২ সালে টি-২০ বিশ্বকাপ আয়োজিত হবে অস্ট্রেলিয়ায়। মোট ১৬টি দেশ অংশ নেবে আগামী বছর টি-২০ বিশ্বকাপে।

২০২৪ থেকে ২০৩১ আইসিসি-র বিভিন্ন ইভেন্ট কোথায় আয়োজিত হবে তা শীঘ্রই ঘোষণা করা হবে। সেই সময়ের মধ্যে দুটি ওয়ানডে বিশ্বকাপ (২০২৭ ও ২০৩১), দুটি ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফি (২০২৫, ২০২৯) ও তিনটি টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে। পাশাপশি ২০২৫,২০২৭, ২০২৯ ও ২০৩১ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপও আয়োজিত হবে।