“প্রতিটি দিন আমাদের দিন নাও হতে পারে তবে…” – ভারতের হারের পর সতীর্থদের উৎসাহ দিলেন কার্তিক

এক বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে পাকিস্তান

Dinesh Karthik
Dinesh Karthik. (Image Source: Twitter)

রবিবার রাতে ভারতীয় ক্রিকেট সমর্থকরা হৃদয়বিদারক অভিজ্ঞতা লাভ করেছিল যখন দুবাইতে চলমান এশিয়া কাপ ২০২২-এ রোহিত শর্মা ও তাঁর সতীর্থরা তাদের প্রথম সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারের সম্মুখীন হয়। বাবর আজমের নেতৃত্বাধীন দল গত সপ্তাহের হারের মিষ্টি প্রতিশোধ নিয়ে এক বল বাকি থাকতেই ১৮২ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করে। এই জয় মেন ইন গ্রিনকে সুপার ৪ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নিয়ে গেছে। বর্তমানে শ্রীলঙ্কা তালিকার শীর্ষে রয়েছে। ভারত তৃতীয় এবং আফগানিস্তান শেষতম স্থানে রয়েছে।

তৃতীয় উইকেটে মহম্মদ রিজওয়ান ও মহম্মদ নাওয়াজের মধ্যে ৭৩ রানের আক্রমণাত্মক জুটি ভারতের হাত থেকে ম্যাচ ক্রমশ দূরে নিয়ে যায়। ১৬তম ওভারে ভুবনেশ্বর কুমার পাকিস্তানের অলরাউন্ডারকে আউট করলেও তার আগে তিনি ২০ বলে ৪২ রানের তাৎপর্যপূর্ণ ইনিংস খেলে ফেলেছেন। উল্লেখ্য, টিম প্রকাশের তালিকা অনুযায়ী তাঁর ব্যাটিং পজিশন ছিল আট নম্বরে।

১৮তম ওভারে অর্শদীপ সিং আসিফ আলির ক্যাচ ফেলে দেওয়ার পরে ভারতের কাজ আরও কঠিন হয়ে যায়। অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার ১৯তম ওভারে ১৯ রান দেওয়ার পর মেন ইন ব্লুর হাত থেকে ম্যাচ কার্যত বেরিয়ে যায়। শেষ ওভারে আলি আউট হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ইফতিখার আহমেদ দুই রান নিয়ে পাকিস্তানকে একটি গুরুত্বপূর্ণ জয় এনে দেন।

ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গিতে একটি দুর্দান্ত ম্যাচ ছিল এবং দর্শকদের বিনোদনের উপাদানের অভাব ছিল না। উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক ভারতের ৫ উইকেটে হারের পরে তাঁর সতীর্থদের উৎসাহিত করার জন্য সোশ্যাল মিডিয়ায় একটি প্রেরণামূলক পোস্ট করেছেন।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচের দুটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “প্রতিটি দিন আমাদের দিন নাও হতে পারে তবে আমরা দৃঢ় থাকি এবং এগিয়ে যাই।”

 

হারের কারণ হিসেবে রোহিত তুলে ধরলেন রিজওয়ান ও নাওয়াজের পার্টনারশিপকে

হারের পর, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করেছেন যে মহম্মদ নাওয়াজ এবং মহম্মদ রিজওয়ানের মধ্যে ৭৩ রানের পার্টনারশিপটি তাদের প্রত্যাশার চেয়ে বেশী ছিল।

“আমরা জানি এটি একটি উচ্চ-চাপের ম্যাচ। সব সময় লেগে থাকতে হবে। এই ধরনের ম্যাচ অনেকের সেরাটা বার করে আনে। রিজওয়ান ও নাওয়াজের মধ্যে যখন জুটি ছিল তখনও আমরা শান্ত ছিলাম। কিন্তু সেই পার্টনারশিপটা স্পষ্টতই একটু দীর্ঘ হয়েছে এবং তারা দুর্দান্ত ব্যাটিং করেছে। আমার মনে হয়েছে দ্বিতীয় ইনিংসে পিচ কিছুটা ভালো হয়ে গিয়েছিল,” তিনি বলেন।