আঙুলের চোটের কারণে চলমান ওডিআই সিরিজ এবং টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ডোয়েন প্রিটোরিয়াস

পরিবর্ত হিসাবে স্কোয়াডে এসেছেন মার্কো য়্যানসেন

Dwaine Pretorius
Dwaine Pretorius. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নির্ভরযোগ্য অলরাউন্ডার ডোয়েন প্রিটোরিয়াস বাদ পড়ায় বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকান দল একটি গুরুতর ধাক্কা খেয়েছে। ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে প্রকাশ করেছে যে প্রিটোরিয়াস তাঁর বাম হাতের বুড়ো আঙুল ভেঙে যাওয়ার কারণে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবেন না।

ইন্দোরে ভারতের বিপক্ষে সিরিজের টি-টোয়েন্টি ম্যাচে ডোয়েন প্রিটোরিয়াস দক্ষিণ আফ্রিকার একাদশে ছিলেন এবং বল দিয়ে তিন উইকেট নিয়েছিলেন। তাঁর বাম হাতের বুড়ো আঙুলে ফ্র্যাকচারের কারণে আইসিসি ইভেন্টেও খেলা সম্ভব হচ্ছে না তাঁর পক্ষে। মূলত ডেথ ওভারে বোলিং করার পাশাপাশি লোয়ার মিডল অর্ডারে নেমে গুরুত্বপূর্ণ রান করতে সক্ষম প্রিটোরিয়াসের না থাকা প্রোটিয়াদের ভারসাম্য নষ্ট করবে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াডের অন্যতম রিজার্ভ খেলোয়াড় মার্কো য়্যানসেন আহত প্রিটোরিয়াসের পরিবর্তে সুযোগ পেয়েছেন। লম্বা বাঁ-হাতি পেসার অস্ট্রেলিয়ার কন্ডিশনে কার্যকরী হতে পারেন এবং ব্যাট হাতেও অবদান রাখার ক্ষমতা আছে তাঁর। কিন্তু খেলার সংক্ষিপ্ততম ফর্ম্যাটে তাঁর অনভিজ্ঞতা বিশ্বকাপের মতো একটি বিশাল প্রতিযোগিতায় তাঁকে বিপদে ফেলতে পারে।

ভারতের বিপক্ষে ওডিআই সুপার লিগের গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে তাকিয়ে আছে দক্ষিণ আফ্রিকা

ওয়ানডে সিরিজে ভারত দ্বিতীয় সারির দল খেলালেও দক্ষিণ আফ্রিকা তাদের পূর্ণ-শক্তির দল নিয়েই নামছে। এই সিরিজে দুটি দলের লক্ষ্য ভিন্ন। একদিকে, ভারত যেখানে তাদের রিজার্ভ বেঞ্চ পরীক্ষা করে নিতে চাইছে, সেখানে দক্ষিণ আফ্রিকার নজর ওডিআই সুপার লিগের মহামূল্যবান পয়েন্টের দিকে। ভারত পরের বছরে ওডিআই বিশ্বকাপের আয়োজক হওয়ায় ইতিমধ্যেই বিশ্বকাপে অংশগ্রহণ করার অধিকার পেয়ে গেছে।

তবে সফরকারীরা ওডিআই সুপার লিগ পয়েন্টের জন্য মরিয়া। পয়েন্টের নিরিখে তারা এই মুহূর্তে তালিকার একাদশতম স্থানে আছে। বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে প্রথম সাতটি দল এবং ভারত। বাকি দুই দলকে যোগ্যতা পাওয়ার জন্য যোগ্যতা-অর্জনকারী রাউন্ড খেলতে হবে। ১৩ ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকা এখনও অবধি ৪টি জিতেছে, ৭টি হেরেছে এবং দুটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন ছাড়াও দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট চিন্তিত হবে তাদের অধিনায়ক তেম্বা বাভুমার ফর্ম নিয়েও।