চোট রয়েছে দীপক হুডার, টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাড়ছে ভারতের চিন্তা

Deepak Hooda
Deepak Hooda. ( Photo Source: Sony Sports )

টি টোয়েন্টি বিশ্বকাপের সময় যত এগিয়ে আসছে ততই যেন চিন্তা বাড়ছে ভারতীয় দলের। টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি রয়েছে আর মাত্র ২৪ দিন। তার আগেই কোমড়ের সমস্যায় অস্ট্রেলিয়া বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দীপক হুডা। শুধু তাই নয় আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেও কিন্তু দীপক হুডা অনিশ্চিত হয়ে পড়েছেন। এমন সময় ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটারের কোমড়ের চোট কিন্তু বেশ চিন্তাতেই ফেলে দিয়েছে ভারতীয় দলকে।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি ভারতীয়দলে ছিলেন দীপক হুডা। কিন্তু প্রথম দুটো ম্যাচের মধ্যেএতটিও তাঁকে খেলানো হয়নি। যদিও মাঠেই দেখা গিয়েছে তাঁকে সবসময়। তাঁকে না খেলানো নিয়ে অবশ্য একটা গুঞ্জন শুরু হয়েছিল। তৃতীয় দিন দীপক হুডাকে ভারতীয় দলে না রাখার কারণ জানিয়ে  দেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফে। তাঁর কোমড়ের হাল্কা চোটের জন্যই তৃতীয় টি টোয়েন্টিতে নামানো জায়নি দীপক হুডাকে। আর এই খবর যে ভারতীয় শিবিরের কাছে খুব একটা স্বস্তির নয় তা বলার অপেক্ষা রাখে না।

এশিয়া কাপে শেষবার দেশের জার্সিতে খেলেছিলেন দীপক হুডা

সম্প্রতি ভারতীয় দলের হয়ে অল রাউন্ডার হিসাবে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন দীপক হুডা। বিশেষ করে আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলের জার্সিতে কেরিয়ারের প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরী পেয়েছিলেন দীপক হুডা। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও রাখা হয়েছে দীপক হুডাকে। কিন্তু এই পরিস্থিতিতে তাঁর কোমড়ের সমস্যাটাই কিন্তু ভারতীয় দলের জন্য বড়সড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

রবিবার দীপক হুডার অনুপস্থিতির কারণ ভারতীয় বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় টুইট করে জানিয়েছেন, “কোমড়ের সমস্যার জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষটি টোয়েন্টিতে খেলতে পারলেন না দীপক হুডা”।

আর বোর্ডের তরপে এই একটা টুইট কিন্তু অনেক প্রশ্নই তুলে দিয়েছে। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেদীপক হুডাকে ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে কিনা সেটাই নাকি এখন প্রধান আলোচ্য বিষয়। দীপক হুডা ছিটকে গেলে যে ভারতীয় দলের কাছে তা একটা বড়সড় ধাক্কা তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।

ভারতের হয়ে এখনও পর্যন্ত ৯টি টি টোয়েন্টিতে দীপক হুডার রয়েছে ২৯৩ রান। সেইসঙ্গে তাঁর গড় রয়েছে ৪১ এবং স্ট্রইকরেট রয়েছে ১৫০।  দেশের জার্সিতে এশিয়া কাপের মঞ্চে শেষবার দীপক হুডাকে দেখা গিয়েছিল। সুুপার ফোরের তিনটি ম্যাচেই খেলেছিলেন দীপক হুডা। আসন্ন টি টোয়ন্টি বিশ্বকাপের দলেও রয়েছেন তিনি। কিন্তু হঠাত্ চোটটাই চিন্তা বাড়াচ্ছে।