পাকিস্তানের বিরুদ্ধে ঋষভ পন্থের থেকে এগিয়ে রয়েছেন দীনেশ কার্তিক
আপডেট করা - Oct 20, 2022 4:14 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করবে ভারতীয় দল। সেই ম্যাচের প্রথম একাদশ যে ইতিমধ্যেই প্রস্তুতি হয়ে গিয়েছে তা কয়েক দিন আগেই রোহিত শর্মার কথা থেকে বোঝা গিয়েছে। কিনিত সেই প্রথম একাদশে কোন কোন ক্রিকেচার সুযোগ পেয়েছেন তা কিন্তু বলেননি রোহিত শর্মা। কিন্তু সবকিছু ঠিকঠাক চললে পাকিস্তানের বিরুদ্ধে উইকেটকিপার ব্যাটার হিসাবে ঋষভ পন্থের থেকে এগিয়ে রয়েছেন দীন্শ কার্তিক। শোনাযাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে নাকি দীনেশ কার্তিককেই খেলাতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে এই পাকিস্তানের কাছই হারতে হয়েছিল ভারতীয় দলকে। এবারও সেই পাকিস্তানই প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রতিপক্ষ। সেখানেই পাকিস্তানের বিরুদ্ধে একজন পিনিসারকে খেলানোর ভবনাই নাকি রয়েছে ভারতীয় টিংম ম্যানেজমেন্টের। আর সেই লক্ষ্যেঋষভ রন্থের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন দীনেশ কর্তিক। রাহুল দ্রাবিড় এবং রোহিত র্মা ফিনিশারকেই খেলাতে চাইছেন।
শেষ প্রস্তুতি ম্যাচেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন দীনেশ কার্তিক
এবারের এশিয়া কাপেও পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে দীনেশ কারিতিককেই প্রথম একাদশে সুযোগ দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আইপিএলের মঞ্চ থেকেই এবার ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স প্রদরশন করেছেন দীনেশ কার্তিক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বহু ম্যাচে ফিনিশার হিসাবে জিতিয়েছেন তিনি। এরপরই দেশের জার্সিতে খেলার সুযোগ পেয়েছিল দীনেশ কার্তিক। তিন বছর পর সুযোগ পেয়ে ভারতীয় দলকে কিন্তু একেবারেই হতাশ করেননি দীনেশ কার্তিক। বরং প্রতি ম্যাচেই নিজেকে ফিনিশার হিসাবে প্রমাণই করেছেন কর্ণাটকের এই তারকা ব্যাটার।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। সব জায়গাতেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই কেরিয়ারের প্রথম টি টোয়েন্টি অর্ধশতরান পেয়েছিলেন এই তারক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও শেষ মুহূর্তে ব্যাট করতে নেমে ভারতীয় দলকে বড় রানের দিকে এগিয়ে দিয়েছিলেন তিনি। এরপরই এশিয়া কাপেও এই তারকা ক্রিকেটারের ওপরই ভরসা রেখেছিল ভারতীয় শিবির। এবার সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ।
শোনাযাচ্ছে সেখানেও নাকি দীনেশ কার্তিকই এগিয়ে রয়েছেন ঋষভ পন্থের থেকে। এবারের প্রস্তুতি ম্যাচ গুলোতেই ঋষভ পন্থের থেকে দীনেশ কার্তিককেই এগিয়ে রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শেষ প্রস্তুতি ম্যাচেও উইকেটকিপার ব্যাটার হিসাবে দীনেশ কার্তিককেই খেলিয়েছিল টিম ইন্ডিয়া। যদিও সেখানে বেশী বল খেলার জন্য পাননি তিনি। কিন্তু শেষ মুহূর্তে নেমে ৯ বলে ২০ রান করে গিয়েছিলেন দীনেশ কার্তিক। ভারতীয় টিম ম্যানেজমেন্টও পাকিস্তানের বিরুদ্ধে ফিনিশারই খেলাতে চাইছেন। সবকিছু মিলিয়ে দীনেশ কার্তিকই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামতে চলেছেন।