মারতে গেলেন রিভার্স স্কুপ, বল গেল ফাইন লেগে! ভিডিওতে দেখুন দীনেশ কার্তিকের আজব শট

৪১ রানে অপরাজিত থাকা কার্তিক ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন

Dinesh Karthik
Dinesh Karthik. (Image Source: Twitter)

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টি-২০ ম্যাচে অনেক আকর্ষণীয় মুহূর্ত ছিল, এবং খেলার আলোচ্য বিষয়গুলির মধ্যে একটি ছিল শেষ ওভারে দীনেশ কার্তিকের খেলা একটি অদ্ভুত শট। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালে সফরকারীরা অভিজ্ঞ ব্যাটার কার্তিকের দুর্দান্ত ফিনিশিংসহ ১৯ বলে ৪১ রানের ইনিংসের সৌজন্যে বোর্ডে ১৯০/৬ স্কোর নথিবদ্ধ করে। 

অধিনায়ক রোহিত শর্মা ৪৪ বলে ৬৪ রান করে ভারতের সর্বোচ্চ স্কোরার ছিলেন। যদিও, ১৬তম ওভারের মধ্যে প্রথম ছয় ব্যাটারকে হারানোর পর ভারত চাপে ছিল। ১৫তম ওভারে ব্যাট করতে আসা কার্তিককে ক্রিজে নেমেই বড় ইনিংস খেলতে হত এবং একটি কঠিন উইকেটে ডানহাতি ব্যাটার দেখিয়েছেন ভারতীয় দলে তাঁকে ফিরিয়ে এনে কোন ভুল করেননি নির্বাচকরা।

রবি অশ্বিনের সাথে সপ্তম উইকেটে ৫২ রানের জুটি গড়ে তিনি ভারতের স্কোর ১৬ ওভারে ১৩৮-৬ থেকে ২০ ওভারের শেষে সময়ে ১৯০-৬-এ পৌঁছে দেন। সেই রান তাড়া করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ উইকেট হারাতে থাকে এবং ঝোড়ো গতিতে রান তুলতেও ব্যর্থ হয়। নির্ধারিত ২০ ওভারের শেষে তারা ৮ উইকেটে ১২২ রানের বেশী করতে পারেনি।

কার্তিকের ৪১* রানের ঝলমলে ইনিংসের সময়, তিনি মাঠের সব দিকে শট মেরেছেন, বস্তুত ৩৬০-ডিগ্রি শট খেলেছেন। শেষ ওভারের চতুর্থ ডেলিভারিতে, তিনি শর্ট থার্ড ম্যান ফিল্ডারের উপর স্কুপ খেলতে গিয়ে ব্যাটের ফ্রিপ বদলে বাঁ-হাতি হয়ে যান। যদিও, লেগ স্টাম্পের বাইরে পিচ হওয়া বলটি কার্তিকের ব্যাটের উপরের প্রান্তে লাগে এবং শর্ট ফাইন লেগ ফিল্ডারের উপর দিয়ে গিয়ে ভারতকে একটি মূল্যবান বাউন্ডারি দেয়। ৩৭ বছর বয়সী তাঁর অসামান্য ইনিংসের কারণে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

দেখুন দীনেশ কার্তিকের ইনিংসের ভিডিও

ইতিমধ্যে, ভারত এখন পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে, এবং দ্বিতীয় টি-২০ ১লা অগাস্ট ওয়ার্নার পার্কে আয়োজিত হবে। ওয়েস্ট ইন্ডিজ চাইবে প্রথম ম্যাচের ভুল শুধরে সিরিজে সমতা ফিরিয়ে আনতে। অন্যদিকে, ভারতের লক্ষ্য হবে আরও একটি আধিপত্যপূর্ণ পারফর্ম্যান্স দেখিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার।