বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে চেতেশ্বর পূজারাকে নিয়ে আশাবাদী সুনীল গাভাসকর

Cheteshwar Pujara
Cheteshwar Pujara. (Photo Source: BCCI)

আইপিএল শেষ হয়ে গিয়েছে। এবার সামনে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ  ফাইনাল। েই মুহূর্তে সকলের ফোকাস সেই ম্যাচের দিকেই। ইতিমধ্যেই ইংল্যান্ড পৌঁছে গিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। আগামী ৭ জুন  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পি.নসিপ ফািনালের ম্য়াচে নামবে ভারতীয় দল। সেই প্রস্তুতিতেই এখন ব্যস্ত রয়েছেন সকলে। সেই মঞ্চেি রানে ফিরতে মরিয়া হয়ে রয়েচেন রোহিত শর্মাও। তবে ফাইনাল শুরু হওয়ার আগে সুনীল গাভাসকরের মুখে চেতেশ্বর পূজারার নাম। তাঁর মতে পূজারার অভিজ্ঞতাই এই ম্যাচে ভারতীয় দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আইপিএলের মঞ্চে সুযোগ হয়নি চেতেশ্বর পূজারার। সেই সময়ই ইংল্যান্ডে সাসেক্সের হয়ে কাউন্টে ক্রিকেট খেলতে চলে গিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই ভারতীয় দলের সঙ্গে যোগও দিয়েছেন এই তারকা ক্রিকেটার। দীর্ঘদিন ইংল্যান্ডে কাউন্টি খেলার সুবাদে সেখানকার পিচ এবং প্রকৃতি সম্বন্দে ্নেকটাই অবগত হয়েছেন চেতেশ্বর পূজারা। সাসেক্সের হয়ে খেলার ফলে লন্ডনেই ছিলেন তিনি। ওভালে বেশী ম্যাচ না খেললেও সেখানকার পিচ সম্বন্ধে যে পুজারার য়থেষ্ট অভিজ্ঞতা রয়েচে তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকরের।

সম্প্রতি কাউন্টি ক্রিকেটে চারটি সেঞ্চুরী করেছেন চেতেশ্বর পূজারা

ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটারের মতে চেতেস্বর পূজারার ভারতীয় দলে থাকাটই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যপার এই মুহূর্তে। ওভালের পিচ সম্বন্দে েই মুহর্তে সবচেয়ে বেশী  অভিজ্ঞতা রয়েছে চেতেশ্বর পূজারার। সেটাি ভারতীয় দলের অনেক কাজে লাগবে বলেও মনে করছেন তিনি। আগদাম্ী ৭ জুন অস্ট্রেলিয়ার বিরদ্ধে সেই ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। বিশ্বকাপের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপ জিততে পারা যে ভারতীয় দলের আত্মবিস্বাস অনেকটাই বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না।

সুনীল গাভাসকর জানিয়েছেন, “তিনি হয়ত ওভারে বেশী ম্যাচ খেলেননি। কাউন্টি কেলার সূত্রে সাসেক্সে ছিলেন চেতেশ্বর পূজারা। কিন্তু সেিই জায়গা লন্ডনের থেকে খুব একটা বেশী দূরে নয়। চেকেশ্বর পূজারা অবশ্যই ওভালের পিচের দিকে তাঁর নজর রেখেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিংয়ের ক্ষেত্রে কিন্তু তাঁর অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকী নেতৃত্বের ক্ষেত্রেও তাঁর অনেক সাহায্য পাওয়া যাবে”।

কাউন্টি ক্রিকেটেও দুরন্ত ফর্মে ছিলেন চেতেশ্বর পূজারা। সাসেক্সের হয়ে চারটি সেঞ্চুরী এবার করেছেন চেতেশ্বর পূজারা। এই সমস্ত কিছুই চেতেশ্বর পুজারাকে নিয়ে আশাবাদী করে তুলছে সুনীল গাভাসকরকে।