চেতেশ্বর পূজারা এবং আরজান নাগাসওয়ালার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে দলীপ ট্রফির ফাইনালে জায়গা করে নিল পশ্চিমাঞ্চল
আপডেট করা - Jul 8, 2023 8:08 pm

দলীপ ট্রফি ২০২৩-এর ফাইনালে জায়গা করে নিয়েছে পশ্চিমাঞ্চল। এই ম্যাচে তাদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের প্রদর্শন করেছেন অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা এবং আরজান নাগাসওয়ালা। ১২ই জুলাই, বুধবার থেকে ফাইনাল ম্যাচে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে খেলবে পশ্চিমাঞ্চল।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পশ্চিমাঞ্চলের অধিনায়ক প্রিয়াঙ্ক পাঞ্চাল। প্ৰথম ইনিংসে পশ্চিমাঞ্চল স্কোরবোর্ডে ৯২.৫ ওভারে ১০ উইকেটে ২২০ রান করেছিল। তাদের হয়ে এই ইনিংসে সর্বোচ্চ রান করেছিলেন অতীত শেঠ। তিনি ১২৯ বলে ৭৪ রান করেছিলেন। তার ইনিংসে ছিল ৯টি চার এবং ১টি ছয়। ধর্মেন্দ্রসিন্ জাদেজা ৩টি চার এবং ১টি ছয় সহ ৯১ বলে ৩৯ রান করেছিলেন। পৃথ্বী শ এবং চেতেশ্বর পূজারা যথাক্রমে ৫৪ বলে ২৬ রান এবং ১০২ বলে ২৮ রান করেন। এই ইনিংসে তাদের দলের আর কোনও ব্যাটার ২০ রানের গন্ডি পার করতে পারেননি।
শিবম মাভি বল হাতে অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করেন। তিনি ১৯.৫ ওভারে মাত্র ৪৪ রান দিয়ে ৬টি উইকেট নেন। আভেশ খান, যশ ঠাকুর, সৌরভ কুমার এবং সারাংশ জৈন প্রত্যেকেই ১টি করে উইকেট শিকার করেন।
প্ৰথম ইনিংসে আরজান নাগাসওয়ালার দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের সামনে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় মধ্যাঞ্চল। তারা মাত্র ১২৮ রানে অলআউট হয়ে যায়। ধ্রুব জুরেল এবং রিঙ্কু সিং যথাক্রমে ৫৫ বলে ৪৬ রান এবং ৬৯ বলে ৪৮ রান করেন। নাগাসওয়ালা ১৪.৩ ওভারে ৭৪ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন। অতীত শেঠ ৩টি উইকেট নেন। চিন্তন গাজা ২টি উইকেট পান।
দ্বিতীয় ইনিংসে একটি দুরন্ত শতরান করেন চেতেশ্বর পূজারা
পশ্চিমাঞ্চল দ্বিতীয় ইনিংসে ৯৩.২ ওভারে ১০ উইকেটে ২৯৭ রান করতে সক্ষম হয়। চেতেশ্বর পূজারা ২৭৮ বলে ১৩৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ১৪টি চার এবং ১টি ছয় মারেন। সৌরভ কুমার এবং সারাংশ জৈন উভয়েই ৪টি করে উইকেট শিকার করেন।
দ্বিতীয় ইনিংসে মধ্যাঞ্চল ৪ উইকেট হারিয়ে ১২৮ রানে পৌঁছেছিল। আরজান নাগাসওয়ালা, অতীত শেঠ, ধর্মেন্দ্রসিন্ জাদেজা এবং যুবরাজসিন্ দোদিয়া ১টি করে উইকেট নিয়েছিলেন। বৃষ্টির কারণে শেষ দিন খেলা বন্ধ হয়ে যায়। প্ৰথম ইনিংসে মধ্যাঞ্চলের থেকে ৯২ রানে এগিয়েছিল পশ্চিমাঞ্চল। সেই কারণেই তারা ফাইনালে পৌঁছে যায়।