অধিনায়কত্বের চাপই ময়াঙ্কের ব্যর্থতার প্রধান কারণ হিসাবে মনে করছেন হরভজন সিং

Mayank Agarwal
Mayank Agarwal. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে এবার একের পর এক রেকর্ড হয়েছে। অভিষেকেই আইপিএল চ্যাম্পিয়ন হয়ে সকলকে চমকে দিয়েছে গুজরাত টাইটান্স। তেমনই এই আইপিএলের মঞ্চেই এবার হয়ে উঠেছিল বহু ক্রিকেট তারকার কাছে জবাব দেওয়ার মঞ্চ। হার্দিকের প্রত্যাবর্তন থেকে কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহালদের ফের ঘুরে দাঁড়ানোর ম়ঞ্চ এবারের আইপিএলের মঞ্চ। তেমনই আবার এই আইপিএলেই ব্যর্থ হতে দেখা গিয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং নতুন অধিনায়কের দায়িত্ব পাওয়া ময়াঙ্ক আগরওয়াল।

সেই  ময়াঙ্ক আগরওয়ালের ব্যর্থতা নিয়েই এার মুখ খুললেন প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিং। লোকেশ রাহুল পরবর্তী পঞ্জাব কিংসে এবার নেতৃত্বের দায়ি্ব উঠেছিল ময়াঙ্ক আগরওয়ালের ওপর। এবারের গোটা আইপিএলে ব্যাট হাতে একেবারেই সপল হতে পারেননি ময়াঙ্ক। আর পঞ্জাব কিংস অধিনায়কের সেই  পারফরম্যান্স দেখেই সবচেয়ে বেশী হতাশ হয়েছেন হরভজন সিং। তাঁর মতে এবারের গোটা মরসুমেই নেতৃত্বের চাপ যেন ময়াঙ্কের চোখে মুখে ফুটে উঠেছিল।

এবারের আইপিএলে পঞ্জাব কিংস শেষপর্যন্ত একটা লড়াই চালানোর চেষ্টা করলেও, শেষরক্ষা করতে পারেনি। আইপিএলের মঞ্চে শেষ ম্যাচ জিতেও ষয় নম্বরেই থামতে হয়েছিল ময়াঙ্ক আগরওয়ালদের। দলের অধিনায়ক একেবারেই রান পাননি। গোটা মরসুমে ময়াঙ্ক আগরওয়াল মাত্র একটি অর্ধশতরান করতে পেরেছিলেন। তাঁর ব্যাট থেকে এই পারফরম্যান্সই বারবার হতাশ করেছে হরভজন সিংকে।  আইপিএল শেষে ময়াঙ্কের পারফরম্যান্স নিয়েই মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার।

সদ্য সমাপ্ত আইপিএলে ১৩ ম্যাচ খেলে ময়াঙ্ক আগরওয়ালের রান ১৯৬

স্পোর্টকিডায় দেওয়া এক সাক্ষাতকারে হরভজন সিং জানিয়েছেন, “যদি ময়াঙ্ক আগরওয়ালকে নিয়ে আমরা কথা বলি, আমার প্রথম ভাবনা আসে যে কী হয়েছিল তাঁর। তিনি সত্যিই একজন ভাল ক্রিকেটার।  অধিনায়কত্বের দায়িত্বটাও তাঁর ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছিল। ওপেনিং থেকে নিজের ব্যাটিং পজিশন এবার চার নম্বরে পর্যন্ত নামিয়ে এনেছিলেন ময়াঙ্ক আগরওয়াল। তিনি সমস্তকিছুই চেষ্টা চালিয়েছিলেন”।

ময়াঙ্ক আগরওয়াল সম্বন্ধে হরভজন সিং আরও জানিয়েছেন, “তাঁকে দেখে যেন দমবন্ধ করা অবস্থান মধ্যে দিয়ে যাচ্ছেন, এমনটাই মনে হচ্ছিল। তাঁর হয়ত আরও বেী স্বাধীনতা দেওয়া উচিত্ ছিল। আমার মনে হয় ময়াঙ্কের আরও ভাল খেলা উচিত্ ছিল”।

এবারের আইপিএলে ১৩ ম্যাচ খেলে মাত্র ১৯৬ রান করতে পেরেছিলেন ময়াঙ্ক আগরওয়াল। আইপিএলের শুরু থেকেই এবার ব্যাটে রান পাননি তিনি। একসময় ওপেনিং থেকে নিজের ব্যাটিং পজিশন চার নম্বরেও নামিয়ে এনেছিলেন তিনি। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভারতীয় দলে সুযোগ পাননি এই তারকা ক্রিকেটার। সব মিলিয়েই ময়াঙ্কের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করলেন ভাজ্জি।