অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতার জন্যই হায়দরাবাদে ময়াঙ্ক আগরওয়াল, জানালেন ব্রায়ান লারা

Mayank Agarwal
Mayank Agarwal. (Photo by Nathan Stirk-ICC/ICC via Getty Images)

শেষবারের আইপিএলে পঞ্জাব কিংস শিবিরে ছিলেন ময়াঙ্ক আগরওয়াল। শুধু তাই নয় পঞ্জাবের হয়ে নেতৃত্বের দায়িত্বও সামলেছিলেন তিনি। কিন্তু গতবার সফল হতে পারেনি পঢ্জাব কিংস। সেইসঙ্গে ময়াঙ্ক আগরওয়ালও ব্যাট হাতে বড় রান পেতে ব্যর্থই হয়েছিলেন। মিনি নিলাম শুরু হওয়ার গেই ময়াঙ্ক আগরওয়ালকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পঞ্জাব কিংস। যদিও প্রাক্তন পঞ্জাব কিংস অধিনায়কের আসন্ন াইপিএলের দল পেতে খুব একটা বেশী অসুবিধা হল না।  মিনি নিলামে ৮.২৫ কোটি টাকায় তাঁকে দলে দলে তুলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

এখানে দেখুনঃ IPL Auction 2023 Live Updates

কয়েকদিন ধরেই এই জল্পনাটা চলছিল। শোনাযাচ্ছিল এবার নাকি সানরাইজার্স হায়দরাবাদ ময়াঙ্ক আগরওয়ালকে নিতে পারে। স,েই জল্পনাটাই সত্যি হল শুক্রবার। মিনি নিলামে ময়াঙ্ক আগরওয়ালকে নেওয়ার জন্য শুরু থেকেই ঝাপিয়েছিল তারা। আর তাতেই কার্যত সাফল্য পেল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের মিনি নিলাম শুরু হওয়ার বহু আগে থেকেই যে এই তারকা ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছিল সানরাইজারক্স হায়দরাবাদ, সেই কথা জানাতে দ্বিধা করলেন ব্রায়ান লারা।

শেষ আইপিএলে পঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন ময়াঙ্ক আগরওয়াল

মিনি নিলামের মাঝেই  সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর ব্রায়ান লারা জানিয়ে দিয়েছেন যে তারা কেন এবার ময়াঙ্ক আগরওয়ালকে দলে নেিয়েছেন। আইপিএল তো বটেই, সেইসঙ্গে ঘরের মাঠে খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ময়াঙ্ক আগরওয়ালের। একইসঙ্গে গতবার আইপিএলের মঞ্চে পঞ্জাব কিংসের অধিনায়কের দায়িত্বও সামলেছিলেন তিনি। এই সমস্ত কথা মাথায় রেখেই যে ময়াঙ্ক আগরওয়ালকে তারা দলে নেওয়ার কথা ভেবে রেখেছিলেন তা জানাতে কোনওরকম দ্বিধা করেননি ব্রায়ান লারা।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমাদের বেশ েকয়েক বছর ধরেই ওপেনিং ব্যাটিংয়ের জায়গা নিয়ে একটা সমস্যায় ভুগছিলাম আমরা। আমি বিশ্বাস করি যে দুজনকে আমরা নিয়েছি। ময়াঙ্ক আগর ওয়ালের এখানে খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। শুধুমাত্র তাই নয় আইপিএলের মঞ্চে নেতৃত্ব দেওয়ার দক্ষতাও রয়েছে  ময়াঙ্ক আগরওয়ালের। আমার মনে হয় আমাদের প্রয়োজন অনুযায়ী তিনি একেবারেই যোগ্য ক্রিকেটার। হ্যারি ব্রুক তরুণ ক্রিকেটার। সেইসঙ্গে ম্যাচ ফিনিশ করার দক্ষতা রয়েছে। যেকোনও দলই এমনটা চেয়ে থাকে”।

এবারের নিলামের আগে গেন উইলিয়ামসনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ওপেনিংয়ের পাশাপাশি নেতৃত্ব দেওয়ার যোগ্য ব্যক্তির খোঁজেও যে ছিল সানরাইজার্স হায়দরাবাদ, তা বলার অপেক্ষা রাখে না। সরাসরি না বললেও, নেতৃত্বের ক্ষেত্রে যে ময়াঙ্ক আগরওয়াল খানিকটা এগিয়ে রয়েছে তা ব্রায়ান লারার ইঙ্গিতেই স্পষ্ট।