এই ২ বোলারকে ভবিষ্যতের সম্পদ বললেন ভরত অরুণ

Bharat Arun
Bharat Arun. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

টি ২০ বিশ্বাকাপে সুপার টুয়েলভে আজরে নামিবিয়া ম্যাচ দিয়ে শেষ ভারতের বিশ্বকাপ অভিযান। সেই সঙ্গে শেষ হচ্ছে এক যুগের। যেখানে অধিনায়ক হিসেবে টি ২০ আন্তর্জাতিকে আর থাকবেন না বিরাট কোহলি। আর কোচ হিসেবে আজকের ম্যাচই শেষ ম্যাচ হতে চলেছে রবি শাস্ত্রীর। কোচিং স্টাফদেরও শেষ ম্যাচ এটি। তবে ব্যাটিং কোচ হিসেবে বিক্রম রাঠোর থাকবেন।

তবে শেষ ম্যাচের আগে টিম ইন্ডিয়ার ভবিষ্যতের দুই করুণ পেস বোলারের নাম উল্লেখ করলে বোলিং কোচ ভরত অরুণ। যাঁরা টিম ইন্ডিয়ার বোলিং ইউনিটকে এগিয়ে নিয়ে যাবে। মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা। তবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলারের পারফরম্যান্স আহামরি কিছু হয়নি।

প্রেস কনফারেন্সে ভারতের বোলিং কোচ ভরত অরুণ বলেন, ‘ভবিষ্যতের জন্য ভারতীয় দলে বেশ কয়েকটি প্রতিভাশালী তারকা রয়েছে, যার মধ্যে মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা অন্যতম। যেহেতু আমাদের খেলোয়াড়দের ওয়ার্কলোডের বিষয়েও খেয়াল রাখতে হবে, তাই সে কথা ভেবে আমার মনে হয় ওরা অনেক দূর এগিয়ে যাবে।’

অন্যদিকে, আফগানিস্তানকে হাসতে হাসতে ৮ উইকেটে হারিয়ে দিয়ে টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল কেন উইলিয়ামসনের দল। এই গ্রুপ থেকে আগেই পাকিস্তান কোয়ালিফাই করে গিয়েছে। দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করল নিউজিল্যান্ড। আর এই নিয়ে তিন বার সেমিফাইনালে উঠল নিউডিল্যান্ড। আর এই ম্যাচের পর ভারত-নামিবিয়া ম্যাচ শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়াল। তবে আজকের ম্যাচে ভারত প্রথম একাদশে পুরো টিম নামায় নাকি রিজার্ভ বেঞ্চকে দেখে নিতে চাইবে সেটাই একন দেখার। তবে আজকের ম্যাচ বিরাট কোহলির অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ।