বেন স্টোকসকে স্পেশ্যালিস্ট ব্যাটার হিসাবেই খেলানোর পরিকল্পনা, জাানাচ্ছেন মাইক হাসি

Ben Stokes
Ben Stokes. ( Photo Source: Instagram/chennaiipl )

এবারের আইপিএলে বিরাট দামে বেন স্টোকসকে দলে তুলে নিয়েছিল চেন্নাই সুুপার কিংস। এই মুহূর্তে টি টোয়েন্টি ফর্ম্যাটে দুরন্ত ফর্মে রয়েছেন বেন স্টোকস। তাঁর হাত ধরেই গতবছর টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এরপর থেকেই বেন স্টোকসের আইপিএল খেলা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। শেষপর্যন্ত সেই তারকা ক্রিকেটারকেই দলে তুলে নিয়ে চমক দেখিয়েছে চেন্নাই সুপারক কিংস। অল রাউন্ডার হলেও এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে তাঁকে ব্যাটিং স্পেশ্যালিস্ট হিসাবেই খেলানোর ইঙ্গিত কোচ মাইক হাসির।

চোট সারিয়েই মাঠে ফিরেছিলেন বেবন স্টোকস। যদিও দেশের জার্সিতে তারপর থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন এই তারকা ক্রিকেটার। যদিও চেন্নাই সুপার কিংস বেন স্টোকসকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে একেবারেই নারাজ। সেজন্য চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট তাঁকে অলরাউন্ডার হিসাবে নয়, ব্যাটিংং স্পেশ্যালিস্ট হিসাবেই এবার খেলাতে চাইছে। অর্থাত্ চেন্নাই সুপার কিংসের হয়ে বেন স্টোকসকে যদি বল হাতে দেখা নাও যায় তার ফলে হয়ত অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।

এবারই বিরাট অঙ্কে চেন্নাই শিবিরে গিয়েছেন বেন স্টোকস

এবার বিরাট অঙ্কে চেন্নাই সুপার কিংস বেন স্টোকসকে দলে তুলে নিয়েছে। তার ফলে চেন্নাই শিবির য়ে এখন অনেকটাই শক্তিশালী হয়ে ুটেছে তাও বলার অপেক্ষা রাখে না। সেভাবেই চলছে প্রস্তুতিও। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন বেন স্টোকস। চেন্নাই সুুুপার কিংসের হয়ে খেলার জন্। যে তিনি মরিয়া হয়ে রয়েছেন তা বলার অপেক্ষা  রাখে না।  তাঁকে পাওয়ার পর যে চেন্নাই শিবিরেরও আতে্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছে তাও বলাই বাহুল্য। সেভাবেই চলছে এখন প্রস্তুতিও। তাঁর ব্যাট থেকে এখন শুধুই বড় রনের লক্ষ্যে রয়েছে চেন্নাই সুপার কিংস।

তাঁকে এবার স্পেশ্যালিস্ট ব্যাটার হিসাবেই খেলানোর পরিকল্পনা করেছে চেন্নাই সুপার কিংস। এই প্রসঙ্গেই মাইক হাসি জানিয়েছেন, “আমি এখনও পর্যন্ত যা বুঝতে পারছি যে তিনি এবার শুরু থেকে ব্যাটার হিসাবেই খেলবেন। তাঁকে দিয়ে বোলিং করানোর সিদ্ধান্তটা খানিকটা ধীরে চলো নীতি নিয়েই চলতে হবে। তাঁর হাঁটুতে ইঞ্জেকশন নেয়ার পর সেদিনই প্রথমবার হাল্কা বোলিং করতে দেখা গিয়েছে তাঁকে। এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের ফিজিও এবং ইসিবির ফিডজিওরা তাঁকে নিয়ে কার্যত একসঙ্গেই কাজ করছেন”।

গামী ৩১ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচেই  গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস। সেখানেই কী হয় সেটাই দেখার।