একমাত্র দল হিসেবে টানা ৩টি বিশ্বকাপ জয়, অস্ট্রেলিয়ার এই অনন্য রেকর্ডটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন

Australia
Australia. (Photo Source: Twitter)

অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত পাঁচবার ওডিআই বিশ্বকাপের শিরোপা জিতেছে। তাদের পর সবথেকে বেশিবার ওডিআই বিশ্বকাপের ট্রফি জেতার তালিকায় যৌথভাবে রয়েছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। উভয় দেশই দুইবার ওডিআই বিশ্বকাপ জিততে সক্ষম হয়েছে। সুতরাং, এই তালিকায় বাকি দেশগুলির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ সালের বিশ্বকাপে ট্রফি জিততে সক্ষম হয়েছিল। অস্ট্রেলিয়া বাদে বিশ্বের আর কোনও দেশ টানা তিনবার ওডিআই বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি। ওডিআই বিশ্বকাপ ২০১৫-তে ট্রফি জেতার পর ২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল অস্ট্রেলিয়া। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। এই বিশ্বকাপে তাদের ফলাফল কেমন হয় সেটাই এখন দেখার বিষয়।

১. ওডিআই বিশ্বকাপ ১৯৯৯

Australia
Australia. (Photo Source: Twitter)

১৯৯৯ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন স্টিভ ওয়া। এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া গ্রুপ ‘বি’-তে ছিল এবং সেই গ্রুপে তারা দ্বিতীয় স্থান অধিকার করেছিল। তারা গ্রুপ পর্বে স্কটল্যান্ড, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেয়েছিল। অন্যদিকে, তারা নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে হারের মুখোমুখি হয়েছিল। সুপার সিক্সে জিম্বাবুয়েকে ৪৪ রানে পরাজিত করার মাধ্যমে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল স্টিভ ওয়ার নেতৃত্বাধীন দল।

সেমিফাইনালে তারা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচটিতে প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭১ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া ২ বল বাকি থাকতেই ৫ উইকেটে ২৭২ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল। ফাইনালে অস্ট্রেলিয়ার সামনে ছিল পাকিস্তান। অস্ট্রেলিয়া খুব সহজেই পাকিস্তানকে হারিয়েছিল এবং ট্রফি জিতে নিয়েছিল। পাকিস্তান মাত্র ১৩২ রানে অলআউট হয়ে গিয়েছিল। শেন ওয়ার্ন অসাধারণ বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। তিনি ৯ ওভারে ৩৩ রান দিয়ে ৪টি উইকেট তুলে নিয়েছিলেন। অস্ট্রেলিয়া মাত্র ২০.১ ওভারে ২ উইকেটে ১৩৩ রানে পৌঁছে ম্যাচটি নিজেদের নামে করেছিল।

Page 1 / 3
Next