ভারতের বিভিন্ন গোষ্ঠী ছাড়াও আইপিএলের নতুন দুই দল কিনতে আগ্রহী বিদেশি লগ্নিকারীরাও

নাম উঠে আসছে জিন্দাল গোষ্ঠী, আদানি গোষ্ঠী, মার্কিন সংস্থার

IPL
IPL. (Photo Source: IPL/BCCI)

একটি অগ্রণী ইউরোপীয় ফুটবল ক্লাব, পূর্বে ফরমুলা ওয়ান পরিচালনার দায়িত্বে থাকা এবং বর্তমানে ইউরোপে রাগবি লিগের মালিক একটি উদ্যোগপতি গোষ্ঠী এবং স্টিল, কয়লা ও শক্তি শিল্পে বাণিজ্য করা ওড়িশার একটি কোম্পানি উল্লেখযোগ্য নাম যারা আইপিএলে অন্তর্ভুক্ত হতে চলা নতুন দুটি দলের জন্য আগ্রহ দেখিয়েছে। ইনভিটেশন টু টেন্ডারের (আইটিটি) শেষ সময়সীমা ২০শে অক্টোবর, বুধবার। 

রিপোর্ট অনুযায়ী প্রায় কুড়ির কাছাকাছি গোষ্ঠী ১০ লাখ টাকা দিয়ে আইটিটির ডকুমেন্ট তুলেছে এবং আইপিএলের নতুন দুটি দল কেনার দাবিদার হয়েছে। আগামী ২৫শে অক্টোবর দুবাইতে নয়ুন দুটি দলের নাম ঘোষণা হওয়ার সম্ভাবনা। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির জন্য ন্যূনতম দর ঠিক করা হয়েছে ২০০০ কোটি টাকা। যদিও এখনো স্পষ্ট নয় দুবাইয়ের নিলামে আগ্রহী সব গোষ্ঠীই উপস্থিত থাকবে কিনা।

মার্কিন আমেরিকা-স্থিত একটি প্রাইভেট ইকুইটি কোম্পানি দ্য কর্পোরেট ভেঞ্চার ক্যাপিটাল সম্প্রতি ইউরোপের সিক্স নেশন রাগবি টূর্নামেন্টে ৫০৯ মিলিয়ন আমেরিকান ডলার খরচ করে ১৪.৩ শতাংশ স্বত্ত্বাধিকার কিনেছে। কোম্পানিটির ফরমুলা ওয়ানেও স্বত্ত্ব কেনা আছে। সম্প্রতি তারা নিউজিল্যান্ডের বাজারেও প্রবেশ করার চেষ্টা করেছে। এখন তারা অর্থসমৃদ্ধ আইপিএলের দিকে নজর দিয়েছে। 

কটক থেকে ফ্র্যাঞ্চাইজি কেনার কথা ভাবছেন নবীন জিন্দাল 

ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী জিন্দাল স্টিল ও পাওয়ারের বর্তমান চেয়ারম্যান এবং লোকসভার প্রাক্তন সাংসদ নবীন জিন্দালও দল কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। উদ্যোগপতি চান কটক থেকে একটি দল আইপিএলে প্রবেশ করুক। শোনা যাচ্ছে ইউরোপের যে ফুটবল দলটি আগ্রহ দেখিয়েছে সেটি হল ম্যানচেস্টার ইউনাইটেড। শতাব্দীপ্রাচীন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকগোষ্ঠী গ্লেজার পরিবার আইপিএলে দল কেনার ব্যাপারে অনেকটাই এগিয়েছে। 

বার্ষিক টার্নওভার ৩০০০ কোটি টাকা বা নেট মুল্য ২৫০০ কোটি টাকা, এমন সংস্থাগুলিই নতুন দল কেনার ব্যাপারে নিলামে অংশ নেবে। এটিকেই মানদণ্ড ধরে দল কেনার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। যদিও কিছু সম্ভাব্য দরদাতা বিসিসিআইকে যোগ্যতার মানদণ্ডে মান কমিয়ে আনার অনুরোধ করার পর বিসিসিআই গড় টার্নওভারের বিষয়ে নতুন করে নির্দেশিকা জারী করেছিল। 

বিসিসিআই বিদেশী সংস্থাগুলিকে আইটিটি কিনতে এবং দর জমা দেওয়ার অনুমতি দিয়েছে। যদিও এখানে একটি শর্ত আছে যে তারা যদি বিড জিততে পারে তাহলে তাদের ভারতে একটি কোম্পানি স্থাপন করতে হবে। ২০শে অক্টোবর ছিল বিসিসিআই থেকে দরপত্রের নথিপত্র নেওয়ার সময়সীমা।

বিসিসিআই থেকে আইটিটি চয়ন করা কয়েকটি গ্রুপ হল আদানি গ্রুপ, টরেন্ট ফার্মা, অরবিন্দ ফার্মা, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, হিন্দুস্তান টাইমস মিডিয়া, জিন্দাল স্টিল এবং উদ্যোক্তা রনি স্ক্রুওয়ালা। 

নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য বিনিয়োগকারীদের পছন্দের শহরগুলি হল আহমেদাবাদ, লখনউ, গুয়াহাটি, কটক, ইন্দোর এবং ধর্মশালা। নবনির্মিত নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের কারণে আহমেদাবাদ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, যার ধারণক্ষমতা ১ লাখের বেশি।