এশিয়া কাপ: বিরাট কোহলির ১৮৩ থেকে শুরু করে হরভজন সিংয়ের ছয় মেরে ম্যাচ জেতানো – সেরা পাঁচটি ভারত-পাকিস্তান ম্যাচ
আপডেট করা - Sep 1, 2023 4:21 pm
২রা সেপ্টেম্বর, শনিবার, পাল্লেকেলেতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ ২০২৩-এ নিজেদের যাত্রা শুরু করবে ভারত। এই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ ইতিমধ্যেই তুঙ্গে চড়ে গেছে। পাকিস্তান এইবারের এশিয়া কাপে জয় দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছে। উদ্বোধনী ম্যাচে নেপালের বিরুদ্ধে খুব সহজেই জয় পেয়েছিল বাবর আজমের নেতৃত্বাধীন দল।
ভারত এবং পাকিস্তান এশিয়া কাপে এখনও পর্যন্ত ১৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এশিয়া কাপের উদ্বোধনী সংস্করণে পাকিস্তানকে ৫৪ রানে পরাজিত করেছিল ভারত। সেই থেকে আজ অবধি এশিয়া কাপের মঞ্চে এই প্রতিদ্বন্ধিতা চলছে।
এখন এশিয়া কাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তানের সেরা পাঁচটি ম্যাচ দেখে নেওয়া যাক –
৫. এশিয়া কাপ ২০১৪, পাকিস্তান ১ উইকেটে জয়ী – মিরপুর
ভারত প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান তুলেছিল। রোহিত শর্মা ৫৮ বলে ৫৬ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। অন্যদিকে, আম্বাতি রায়ডু এবং রবীন্দ্র জাদেজা যথাক্রমে ৬২ বলে ৫৮ রান এবং ৪৯ বলে অপরাজিত ৫২ রান করেছিল। সৈয়দ আজমল ১০ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছিলেন।
শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের ১০ রান প্রয়োজন ছিল। শাহিদ আফ্রিদি রবিচন্দ্রন অশ্বিনকে পরপর দুটি ছয় মেরে ২ বল বাকি থাকতেই পাকিস্তানকে ম্যাচটি জিতিয়ে দিয়েছিলেন। শেষ ওভারের প্ৰথম বলে সৈয়দ আজমলকে আউট করে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করেছিলেন অশ্বিন। কিন্তু শেষমেশ ভারত ম্যাচটি জিততে পারেনি।