এশিয়া কাপ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ, দেখে নিন এশিয়া কাপের সূচী থেকে স্কোয়াড সমস্তকিছু
আপডেট করা - Aug 29, 2023 1:33 pm
২৪ ঘন্টা পর এশিয়া কাপের বাইশগজে শুরু হতে চলেছে সেরা হওয়ার লড়াই। বিশ্বকাপের আগে প্রতিযোগিতা ঘিরে এখন উন্মাদনা তুঙ্গে রয়েছে। আসন্ন বিশ্বকাপের আগে যে এই প্রতিযোগিতাই ভারত সহ প্রতিটি এশিয়ার দেশের কাছে চূড়ান্ত পরীক্ষার ম়্চ তা বলার অপেক্ষা রাখে না। হাইব্রিড মডেলে হতে চলেছে এবারের এশিয়া কাপ। বুধবার পাকিস্তান বনাম নেপাল ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। তবে এই মুহূর্তে এশিয়া কাপের মঞ্চে যে সকলে ভারত বনাম পাকি্স্তান ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।
আগামী ২ সেপ্টেম্বরই এসিয়াকাপের ম়্চে হতে চলেছে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে যে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। ঘরের মাঠে এশিয়া কাপের প্রস্তুতি সেরে এই মঙ্গলবারই ভারতীয় দল এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিচ্ছে। বিশ্বকাপের আগে এই প্রতিযোগিতাই এখন ভারতীয় দলের কাছে সবচেয়ে বড় পরীক্ষা। এছাড়া বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপও হচ্ছে ওডিআই ফর্ম্যাটে।
এশিয়া কাপের স্কোয়াড
ভারতঃ রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, শুভমন গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিষাণ, হার্দি্ক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, মগম্মদ সিরাজ, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, সঞ্জু স্যামসন।
পাকিস্তানঃ বাবর আজমং, আবদুল্লাহ শফিক, ফাখর জামন, ইমাম উল হক, সালমান আলি আঘা, ইফতিকার আহমেদ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ হারিস, শাদাব খান, মহম্মদ নওয়াজ, উসমান মীর, ফহিম আশরাফ, হারিস রওফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র নাসিম শাহ, শাহিন আফ্রিদি, সওদ শাকিল, তায়াব তাহির।
আফগানিস্তানঃ হসমতউল্লাহ শাহিদি, রহমনুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জার্দান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জারদান, মহম্মদ নবি, ইক্রাম আলিকিল, রশিদ খান, গুলাবদিন নায়েব, করিম জানাত, আব্দুল রহমান, এস আশারাফ, মুজিব উর রহমান, নূর আহমেদ, এস সাফি, ফজলহক ফারুকি ।
বাংলাদেশঃ সাকিব অল হাসান, লিটন দাস, নাজমুল বোসেন শান্ত, তওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুবো, মেহিদী হাসান মিরাজ, তাকসিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শোরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শাক মেহেদী হাসান, নাঈম শেখ, সামিম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান শাকিব।
নেপালঃ রোহিত পদেল, কুশল ভুরতেল, আসিফ শেখ, ভীম শার্কি, কুশল মাল্লা, আরিফ শেখ, দীপেন্দ্র সিং এইরে, গুলশন ঝা, সোমপাল কামি, করণ কেসি, সন্দীপ লামিচানে, ললিত রাজবংসী, প্রতিশ জিসি, মৌসম ধাকাল, সুনদীপ জোরা, কিশোর মাহাতো, অর্জুন সওদ।
এশিয়া কাপের সূচী
৩০ অগস্ট -পাকিস্তান বনাম নেপাল ( দুপুুর ৩.০০)
৩১ অগস্ট – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ( দুপুুর ৩.০০)
২ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান ( দুপুুর ৩.০০)
৩ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান ( দুপুুর ৩.০০)
৪ সেপ্টেম্বর – ভারত বনাম নেপাল ( দুপুুর ৩.০০)
৫ সেপ্টেম্বর – আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ( দুপুুর ৩.০০)
এশিয়া কাপের সম্প্রচার বিবরণী
টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি + হটস্টার