অনুশীলনে দ্রে রাস, স্বস্তি কলকাতা শিবিরে

Andre Russell
Andre Russell. (Photo Source: IPL/BCCI)

মুম্বই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। বৃহস্পতিবার রাজস্থান ম্যাচ জিততেই হবে প্লে অফে উঠতে গেল। এই অবস্থায় কিছুটা স্বস্তির খবর নাইট শিবিরে। আন্দ্রে রাসেব অনুশীলন করেছেন। ব্যাট করেছেন তবে বেশিক্ষণ বল করেননি। বল করার জন্য কতটা ফিট বা আদৌ বৃহস্পতিবারের ম্যাচে খেলবেন কি না সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে রাজস্থান ম্যাচ রাসেল মাঠে নামলে কলকাতা যে কিছুটা এগিয়ে থাকবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কারণ, রাসেলের ব্যাট কথা বললে যে কোনও বিপক্ষের কাছে সেটা ত্রাস। আর ডেথ বোলিং এবং দলের প্রয়োজনের সময় রাসেলের বোলিংও অ্যাডভান্টেজ এনে দেবে কলকাতা নাইট রাইডার্সকে।

অন্যদিকে, রাজস্থান রয়্যালস মুম্বই ইন্ডিয়ান্সের কাছে বাজে ভাবে হেরেছে। মাত্র ৯০ রান বোর্ডে তুলতে সক্ষম হয়েছে। আর সেই রান মুম্বই ৭০ বল বাকি থাকতেই করে নিয়েছে। যে কারণে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস। তাই লিগের শেষ ম্যাচে কলকাতাকে কতটা কড়া চ্যালেঞ্জ দিতে পারবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে চেন্নাইয়ের বিরুদ্ধে সঞ্জু স্যামসনের টিম যা খেলেছে তাতে কিছুটা সমীহ করতেই হবে। যে কোনও মুহুর্তে ম্যাচের রং পাল্টে দিতে পারে রাজস্থানের ব্যাটাররা।

আর রাসেল দলে ফিরলে প্রথম একাদশে কাকে বাদ দিতে হবে সেই নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করতে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টকে। কারণ, শাকিব খেলার সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেছে। যেমন বোলিং করেছে তেমনি ভালো ফিল্ডিং করেছে। অবশ্য ব্যাট করার সুযোগ হয়নি। পাশাপাশি লকি ফার্গুসেন কতটা ফিট সে সম্পর্কেও এখন কিছু জানা যায়নি, তাই লকি দলে ফিরলে নাইট রাইডার্স যে পুরো শক্তি নিয়ে ঝাঁপাবে সে কথা বলাই বাহুল্য।