চোট আঘাতের মতো সমস্যা না থাকলে দলে পরিবর্তন না আনাই ভালো” – টি-২০ বিশ্বকাপের দল নির্বাচন প্রসঙ্গে বললেন অজিত আগারকর

ফর্মে না থাকা ক্রিকেটারদের ফর্মে ফিরতে দরকার একটা ভালো ম্যাচ, মত প্রাক্তন পেসারের

Indian Cricket Team and Ajit Agarkar
Indian Cricket Team and Ajit Agarkar. (Photo Source: Getty Images)

শেষ মুহূর্তে যদি চোট সংক্রান্ত কোন সমস্যা দেখা না দেয় সেক্ষেত্রে ভারতীয় দলের টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে কোন পরিবর্তন করা উচিত নয় বলেই মত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজিত আগারকরের। সেপ্টেম্বরে যে ১৫ জনের দল ঘোষণা করেছে ভারত সেই তালিকা থেকে শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহালের মতো অনেক খ্যাতনামা ক্রিকেটারই বাদ পড়েছেন। দলে মূলত তরুন ও অনভিজ্ঞ ক্রিকেটার বেশি, যদিও তাঁরা প্রত্যেকেই প্রতিভাবান।

মূল স্কোয়াডে যাঁদের নাম আছে তাঁদের মধ্যে অনেকেই আইপিএলের দ্বিতীয় পর্বে একেবারেই ছন্দে নেই। এমনকী মুম্বই ইন্ডিয়ান্স ইশান কিষাণ ও রাহুল চাহারকে দলের বাইরে করে দিয়েছে। সূর্যকুমার যাদবও তাঁর খারাপ ফর্মের জন্য সমালোচিত হয়েছেন। দিল্লী ক্যাপিটালসের হয়ে অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও ছন্দে নেই।

কিন্তু আগারকরের মনে হয়েছে যেহেতু নির্বাচকরা এঁদের উপর ভরসা করেছেন তাই এঁদের খারাপ সময়েও পাশে থাকা উচিত টিম ম্যানেজমেন্টের। তাঁর মনে হয়েছে এই ক্রিকেটারদের মধ্যে ফর্মে ফিরে এসে বিশ্বকাপে পারফর্ম করার মতো যথেষ্ট প্রতিভা আছে। যে কোন সময় তাঁরা ফর্মে ফিরবেন। তিনি স্টার স্পোর্টসকে বলেন, “আমার মতে একবার যখন বিশ্বকাপের জন্য দল নির্বাচন হয়ে গেছে তখন চোট আঘাতের মতো সমস্যা না থাকলে দলে পরিবর্তন না আনাই ভালো।” 

একটা ভালো ম্যাচ দরকার ফর্মে ফিরতে

আগারকরের মতে,“হ্যাঁ, এটা ঠিকই যে স্কোয়াডে থাকা অনেকেই আইপিএলে বিশেষ কিছু করতে পারছে না। কিন্তু একটা মাত্র ভালো ম্যাচ দরকার ওদের ব্যাটিং বা বোলিং ফর্ম ফিরে পাওয়ার জন্য। আর সেটা আইপিএলের যে কটা ম্যাচ বাকি আছে তার মধ্যেই আসতে পারে।”

 তিনি আরো বলেছেন, “যে দলটা নির্বাচন করা হয়েছে, নির্বাচকদের যদি মনে হয় সেটাই সেরা ১৫ জনের দল তাহলে সেই দল নিয়েই এগনো উচিত। কারণ খারাপ সময়ে ক্রিকেটারদের পাশে থেকে তাদের ভরসা যোগানোটা জরুরী।”

নির্বাচকদের কাছে ১০ই অক্টোবর অবধি সময় আছে প্রাথমিকভাবে নির্বাচিত দলে পরিবর্তন আনার। ভারতের প্রথম ম্যাচ দুবাইতে ২৪শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে। তার আগে ভারত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে যথাক্রমে ১৮ ও ২০শে অক্টোবর।