ভারতের বিশ্বকাপের স্কোয়াডে ঈশান কিষাণকে রাখার পরামর্শ আকাশ চোপড়ার

Ishan Kishan
Ishan Kishan. ( Image Source: Twitter )

এই বছরেই ভারতের ঘরের মাঠে বসতে চলেছে ওডিআই বিশ্বকাপের আসর। সেখানেই শেষপর্।ন্ত কতোন দলের মিকে জয়ের হাসি পুচবে তা তো সময়ই বলবে।  কতবে এই প্রতিযোগিতায় ভারতীয় দল গঠন নিয়ে যে এখন তেকেই একটা চর্চা শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই ভারতীয় টিম ম্যানেজমেন্চের উদ্দেশ্যে বিশেষ বার্তা আকাশ চোপড়ার। তাংর মতে এই বিশ্বকাপের মঞ্চে ভারতীয় স্কোয়াডে ঈশান কিষাণকেই রাখা উচিত্। তৃতীয় ওপেনারের অপশন হিসাবেই রাখার পরামর্শ দিচ্ছেন এই প্রাক্তন ক্রিকেটার।

সবকিছু ঠিকঠাক চললে এবারের বিশ্বকাপে ভারকীয় দলের হয়ে ওপেনিংয়ে রোহিত শর্মা ও শুভমন গিলকেই দেখা যেতে চলেছে। এথাড়া বিরাট কোহলি, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়ারা যে বিশ্বকাপের ম়্চে ভারতীয় দলের  অটোমেটিক চয়েজ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। তাদের সহ্গেই এূার ঈশান কিষাণকেও বারতীয় দলে রাখার পরামর্শ দিচ্ছেন প্রকাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে তৃতীয় ওপেনিং এপশনের পাশাপাশি উইকেটকিপার হিসাবেই তাঁকে রাখা উচিত্ দলের সঙ্গে।

ওডিআই-তে দ্বিশতরান রয়েছেন ঈশান কিষাণের

সম্প্রতি একদিনের ক্রিকেটে ভারতীয় দলের হয়ে  ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন ঈশান কিষাণ। বাংলাদেশের বিরুদ্ধে গতবছরের শেষেইউ ঈশন কিষাণ ওডিআই ম্য়াচে দ্বিশত রানের ইনিংস খেলেছিলেন। সেই সমস্ত দেখার পরি তাঁকে নিয়ে এবার আশাবাদী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়াও। ঈশান কিষাণ ভারতীয় দলের সঙ্গে থাকলে যে টিুম ইন্ডিয়া অনেক বেশী শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে ভারতীয় শিবিরের উইকেটকিপার ব্যাটার নিয়ে চিন্তাও মিটে যাবে বলে মনে করছেন তিনি।

এই প্রসঙ্গে আকাশ চোপড়া জানিয়েছেন, “এটা খুবই সাধারণ বিষয় যে রোহিত শর্মাই শুভমন গিলের সঙ্গে ওপেন করতে চলেছেন। এরপরই রয়েছেন বিরাট কোহলি। এবার অবশ্য ঋষভ পন্থ নেই। সেখানে  শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজাদেরই এগিয়ে রাখছি সকলের থেকে। সেখানে আমি ঈশান কিষাণকেও রাখছি। যদিও ঈশান কিষাণকে এই মুহূর্তে একজন মিডল অর্ডার ব্যাটার হিসবে আমি দেখছি না। একজন উইকেটকিপার ব্যাটার হিসাবে তিনি তৃতীয় ওপেনিং অপশন হিসাবে খেলতে পারেন। একজন বাঁ হাতির প্রয়োজন রয়েছে এই সময়ে এবং ঈশান কিষাণের কিন্তু ওডিআই-তে দ্বিশতরানও রয়েছে”।

এবারই ভারতীয় দলের হয়ে টেস্টের মঞ্চে অভিষেক হয়েছে ঈশান কিষাণেরও। শেষপর্যন্ত তিনি ভারতীয় দলের হয়ে বিশ্বকাপের মঞ্চে সুয়োগ পান কিনা সেটাই এখন দেখার।