সুন্দর অলরাউন্ডিং পারফরম্যান্সের প্রদর্শন করে আফগানিস্তানকে ৫ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা

South Africa vs Afghanistan
South Africa vs Afghanistan. (Photo Source: Twitter)

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে আফগানিস্তানকে ৫ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা। এই টুর্নামেন্টে এটি ছিল তাদের সপ্তম জয়। অন্যদিকে, আফগানিস্তান চলতি ওডিআই বিশ্বকাপ থেকে বিদায় নিল।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। রহমানউল্লাহ গুরবাজ ২২ বলে ২৫ রান করতে সক্ষম হন। আরেক ওপেনার ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে বেশি রান আসেনি। তিনি ৩০ বলে মাত্র ১৫ রান করেন। রহমত শাহ ৪৬ বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। হসমতউল্লাহ শাহিদী ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ৭ বলে মাত্র ২ রান করে নিজের উইকেট হারান। ইকরাম আলিখিল ১৪ বলে ১২ রান করে আউট হন। মহম্মদ নবি ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি ৩ বলে মাত্র ২ রানে করেন।

এই ম্যাচে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। তিনি ১০৭ বলে অপরাজিত ৯৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৭টি চার এবং ৩টি ছয়। রশিদ খান এবং নূর আহমেদ যথাক্রমে ৩০ বলে ১৪ রান এবং ৩২ বলে ২৬ রান করেন। শেষমেশ ৫০ ওভারে ২৪৪ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। জেরাল্ড কোয়েটজি ১০ ওভারে ৪৪ রানের বিনিময়ে ৪টি উইকেট পান। কেশব মহারাজ ১০ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। লুঙ্গি এনগিডিও ২টি উইকেট নেন। অ্যান্ডিল ফেহলাকওয়াইও ১টি উইকেট নেন।

১৫ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে নেয় দক্ষিণ আফ্রিকা

রান তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালোভাবেই করে দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার কুইন্টন ডি কক এবং টেম্বা বাভুমার মিলে ৬৪ রানের একটি সুন্দর পার্টনারশিপ করেন। ডি কক ২টি চার এবং ৩টি ছয় সহ ৪৭ বলে ৪১ রান করেন। বাভুমা ২৮ বলে ২৩ রান করতে সক্ষম হন। এডেন মার্করাম ৩২ বলে ২৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। হেনরিখ ক্লাসেন বেশি রান করতে পারেননি। তিনি ১৩ বলে ১০ রান করে আউট হন।

ডেভিড মিলারের ব্যাট থেকে ২৪ রান আসে। রাসি ফান ডার ডুসেন ৯৫ বলে অপরাজিত ৭৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। অ্যান্ডিল ফেহলাকওয়াইও ৩৭ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ৪৭.৩ ওভারে ৫ উইকেটে ২৪৭ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। রশিদ খান এবং মহম্মদ নবি ২টি করে উইকেট নেন। মুজিব উর রহমান ১টি উইকেট পান।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –